BSF-এর ৬১তম Raising Day-তে গুজরাতের ভূজে BSF ক্যাম্পে পৌঁছন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহিদ জওয়ানদের স্মরণ করেন। সঙ্গে বলেন, 'জঙ্গিরা বুঝে গিয়েছে, ভারতের সীমান্ত পেরোলে কিংবা সুরক্ষা বিপন্ন করার চেষ্টা করলে যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা। লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ আর হিজবুল মুজাহিদিনের ৯টি ঘাঁটি ধ্বংস করে দিয়ে এসেছে আমাদের জওয়ানরা।'