প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজত্বকালে খুশি উত্তরপ্রদেশে বসবাসকারী বাঙালিরা। তাঁরা প্রশংসা করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও। সেখানে কাশী বা বারাণসীতে বসবাসকারী বাঙালিদের কথায়, 'মোদী-যোগীর রাজত্বে উত্তরপ্রদেশের উন্নয়ন হয়েছে। রাস্তা়-ঘাট, পরিবহন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সবক্ষেত্রেই ছাপ রাখতে সক্ষম হয়েছে BJP পরিচালিত সরকার।' সেখানে বসবাসকারী বাংলা ভাষাভাষির মানুষরা ঠিক কী বললেন আসুন দেখি EXCLUSIVE রিপোর্ট ।