বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে হাত জোড় করে বলেন, আমি হাত জোড় করছি...আপনার পা ধরবো? ঘটনাটি হচ্ছে। নীতীশ কুমার আইএএস অফিসারদের সামনে হাত জোড় করেন এবং বলেন পা কী ধরবো? তিনি অতিরিক্ত মুখ্য সচিব দীপক কুমার সিংকে জুলাই ২০২৫ এর আগে জমি জরিপ শেষ করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন আমি হাত জোড় করছি, আপনার পা ধরবো?