সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে'হ্যান্ডবুক ফর মেম্বার্স অব রাজ্য সভা' নামে একটি নির্দেশিকা নিয়ে জোর বিতর্ক। তাতে বলা হয়েছে, সংসদের ভিতরে বা বাইরে বন্দে মাতরতম এবং জয় হিন্দের মতো স্লোগান দেওয়া যাবে না। তা সংসদীয় সৌজন্যের পরিপন্থী। বুধবার যানিয়ে প্রতিক্রিয়া দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,'জয় হিন্দ, বন্দে মাতরতম আজাদির স্লোগান।' পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নে মমতা আরও জানান,'আপনারাই দেখুন দেশে কী চলছে! কেন বলব না? জয় হিন্দ, বন্দে মাতরম কেন জনপ্রতিনিধিরা বলবেন না? বন্দে মাতরতম জাতীয় গীত। আমরা জয় বাংলা বলি বাংলায়। বন্দে মাতরম বলি। এটা আজাদির স্লোগান। আর জয় হিন্দ নেতাজির স্লোগান'।