গুজরাতের জামনগরে অম্বানিদের অতিথি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুত্র ট্রাম্প জুনিয়র। অম্বানিদের আমন্ত্রণে সেখানে পৌঁছন। ট্রাম্প জুনিয়র অনন্ত আম্বানির সঙ্গে দেখা করেন। ভন্তারায় ভ্রমণ করেন। ঘোরেন মন্দিরেও।