বিদিশা জেলার গঞ্জবাসোদায় ঘটে যাওয়া কিন্নরের হাতে হত্যা কাণ্ডে নতুন মোড় এসেছে। ঘটনার পর, গঞ্জবাসোদার কিন্নর সমাজ সরাসরি সামনে এসেছে। স্থানীয় কিন্নর সমাজ ট্রেনে ঘটে যাওয়া মারধর ও হত্যার ঘটনাকে তীব্র নিন্দা করেছে। হাতে পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে এবং অপরাধীদের ধরতে পাঁচ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছে। কিন্নর সমাজের প্রতিনিধি বলেন, "যে কেউ এই অপরাধী কিন্নরদের সন্ধান দিতে পারবে, তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।" এছাড়া, কিন্নর সমাজের সদস্যরা ট্রেনে উপস্থিত যাত্রীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।প্রতিবাদকারীদের ক্ষোভ,"যখন তিন-চারজন কিন্নর মিলে এক যুবককে নির্মমভাবে মারধর করছিল, তখন গোটা ট্রেন বগির যাত্রীরা শুধু চুপচাপ দর্শক হয়ে ছিলেন। এটাও ভীষণ দুঃখজনক!" গত ১৫ মার্চ ভোপালে ট্রেনে আদর্শ বিশ্বকর্মা নামে এক যুবককে পয়সা চেয়ে না পাওয়ায় পিটিয়ে খুন করে একদল কিন্নর।