KSR স্টেশনে মুম্বই-বেঙ্গালুরু উদ্যান এক্সপ্রেসে আগুন। ঘটনায় কোনও হতাহতের খবর নেই। শনিবার সকালে উদ্যান এক্সপ্রেস মুম্বই থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। কেএসআর বেঙ্গালুরু স্টেশনে আগুন লাগে। রেলের তরফে জানানো হয়েছে, সকাল ৭টা নাগাদ ট্রেনের বি১ ও বি২ কোচে ধোঁয়া দেখা যায়। তখনই আগুন নেভানোর কাজ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।