হিমাচল প্রদেশে ভয়াবহ বৃষ্টি শুরু হয়েছে। গোটা উত্তর ভারতেই এখন বর্ষার ভয়ঙ্কর রূপ দেখতে শুরু করেছে। এই পরিস্থিতিতে সবথেকে ভয়ঙ্কর দশা হিমাচলের। অতিভারী বৃষ্টিতে হিমাচলের একের এপর এক নদী উপচে পড়েছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে বিপাশা নদী। বিপাশা নদীর উপচে পড়া জলে কার্যত ভেসে গিয়েছে কুলু-মানালি জাতীয় সড়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।