ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্ত। শুক্রবার উত্তরাখণ্ড থেকে দিল্লি ফেরার পথে রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে ঋষভের বিএমডব্লু গাড়ি। নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন ঋষভ। ডাক্তাররা জানিয়েছেন, মাথার সামনের দিকে চোট লেগেছে ঋষভের। এছাড়া পায়ে ও পিঠে আঘাত রয়েছে। তবে ঋষভের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে দেরাদুনের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, 'ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। ডিভাইডারে ধাক্কা মারতেই গাড়িতে আগুন ধরে যায়। কোনও রকমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পন্থ পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন।