অপেক্ষার প্রায় অবসান। তারপরেই সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে, ভারতের প্রথম বেসরকারি মহাকাশযান Rocket Skyroot Vikram-1 ছুটে যাবে মহাকাশের পথে। 2026 সালেই হয়তো পূরণ হবে সেই আশা। নভেম্বরেই ‘Skyroot Aerospace’ সংস্থার তৈরি প্রথম অরবিটাল রকেট ‘বিক্রম-১’ উন্মোচন করেন PM Modi। সম্পূর্ণ বেসরকারি ভাবে তৈরি এই রকেট ভারতের মহাকাশ চর্চায় এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। কক্ষপথে ক্ষুদ্রাকৃতির উপগ্রহ বহন করে উৎক্ষেপণ করতে পারবে এই রকেট।