India Today গ্রুপের ভাইস চেয়ারপার্সন কলি পুরীকে অল ইন্ডিয়া ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (AIMA)-র তরফে দেওয়া হল 'আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু মিডিয়া অ্যাওয়ার্ড'। AIMA-র ১১তম সংস্করণে এই সম্মানে ভূষিত করা হয় কলি পুরীকে। সাংবাদিকতায় অনন্য অবদানের জন্যই তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।