দিল্লিতে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রীদের সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে গিয়ে দিন বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের বোধগম্য করতে মাতৃভাষার পক্ষে সওয়াল করেন তিনি। এদিন তিনি বলেন, “ডিজিটালাইজেশনের প্রচার করা হচ্ছে। সাধারণ মানুষ যেন দেরিতে বিচার না পায় তা দেখা হচ্ছে এবং পরিকাঠামোর উন্নতি করা হচ্ছে। দেশের স্বাধীনতার শতবর্ষের কথা মাথায় রেখে, সবার জন্য সহজ ও দ্রুত বিচারের নতুন মাত্রা উন্মোচনের দিকে আমাদের এগিয়ে যাওয়া উচিত।”