অবশেষে এল সেই মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে ৩টি চিতাবাঘকে মুক্ত করেলেন। ৮টির মধ্যে তিনি এখন মাত্র ৩টি চিতাবাঘ ছেড়েছেন, বাকিগুলো পরে ছেড়ে দেওয়া হবে। দেখুন কুনো জাতীয় উদ্যানে চিতাবাঘ মুক্ত করার সেই Exclusive ভিডিয়ো।