Advertisement

ধর্ম

Goddess Lakshmi Auspicious Signs: দীপান্বিতা লক্ষ্মী প্রবেশ করছেন আপনার ঘরে, ৫ সঙ্কেতেই বোঝা যায়...

Aajtak Bangla
Aajtak Bangla
  • 16 Oct 2025,
  • Updated 6:16 PM IST
  • 1/9

কার্তিক অমাবস্যায় একই সঙ্গে পালিত হবে কালীপুজো এবং দীপাবলি। এছাড়া বাঙালি বাড়িতে এ দিন দীপান্বিতা লক্ষ্মীপুজো অনুষ্ঠিত হবে।

  • 2/9


২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এই বছরের দীপান্বিতা লক্ষ্মীপুজো। আলো, আলপনার মিশেলে মায়ের আগমনের পথ করে দেওয়া হবে।

  • 3/9


যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছে, লক্ষ্মীপুজোর আগেই মা আসার কিছু লক্ষণ প্রকাশ পায়। সেগুলি দেখলেই বোঝা যায় মা এ বার ঘরে এলেন। 

  • 4/9


আর সেই চিহ্নগুলিই চিনে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এগুলি দেখলেই ধরে নেবেন সামনেই রয়েছে সুখবর। এসেছেন মা।

  • 5/9

এতদিন ব্যবসা চলেনি। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতির হয়েছে বদল। ত্রেতা বাড়ছে। ব্যবসায় আয় হচ্ছে। ব্যাস, এমনটা হলেই ধরে নিতে হবে মা পা দিয়েছেন আপনার বাড়ি।
 

  • 6/9

শাস্ত্র মতে, পেঁচা হল লক্ষ্মীর বাহন। তাই এই পুজোর আগে বা সেই সময় বাড়ির পাশে পেঁচা দেখলে ধরতেই পারেন মা আপনার বাড়িতে আসছেন।

  • 7/9

হঠাৎ করে টাকা বা সম্পত্তি পেলে অবশ্যই মায়ের কথা মাথায় রাখতে হবে। কারণ, এটাও মায়ের বাড়িতে আসার সংকেত হতে পারে বলে মনে করছেন শাস্ত্র বিশেষজ্ঞরা।

  • 8/9

শাস্ত্র বিশেষজ্ঞদের মতে, আপনার বাড়ির আশপাশে যদি তুলসী বা মানি প্ল্যান্ট হঠাৎ করেই বাড়ে, তাহলে ভাল খবর রয়েছে। ধরে নিতে হবে মা এ বার আপনার বাড়ি এসে উপস্থিত হবেন।

  • 9/9

বাড়ির আশপাশে সুগন্ধ পেলেও একবার মায়ের কথা ভাবুন। কারণ, এটা যে হতে পারে মা বাড়িতে পা রাখার একটি নিশ্চিত সংকেত। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement