Advertisement

ধর্ম

Kalipuja 2025 Sevokeswari Temple: রাতে গোটা পাহাড় পাহারা দেন, স্বপ্নাদেশে এসেছিলেন এই কালী

সংগ্রাম সিংহরায়
সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 17 Oct 2025,
  • Updated 4:19 PM IST
  • 1/8

এখানকার প্রচলিত বিশ্বাস, পাহাড়ের নীরবতা, জঙ্গলের নিস্তব্ধতা, রাতের গভীর অন্ধকার। সব কিছুর মাঝেই জেগে থাকেন একা ‘সেবকেশ্বরী মা’। স্থানীয়দের বিশ্বাস, মা শুধু পাহাড়ের রক্ষক নন, তিনি গোটা জনপদের অতন্দ্র প্রহরী। রাত যত গভীর হয়, ততই যেন মায়ের উপস্থিতি আরও তীব্র হয়ে ওঠে এই পাহাড়ি অঞ্চলে।

 

  • 2/8

কার্তিকী অমাবস্যার রাতে বা কালীপুজোর অমাবস্যায় শহরের চাকচিক্য ছেড়ে বহু মানুষ ছুটে আসেন সেবক পাহাড়ে। দুর্গম পথ পেরিয়ে, কুয়াশায় ভেজা চড়াই-উতরাই অতিক্রম করে তাঁরা পৌঁছে যান মন্দিরে। রাতভর পুজো, ধূপ-ধুনো, মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে সমগ্র পাহাড়। অমাবস্যার আঁধারকে চিরে অপার্থিব আলোর ঝলকানি নেমে আসে চারদিকে।

 

  • 3/8

এখানে আজও চলে পাঁঠা বলির প্রথা। প্রতি বছর মানতের পাঁঠার সংখ্যা বাড়ছে। সন্ধ্যা থেকেই মন্দিরের পাশে পাহাড়ের কোলে সারি সারি কড়াইয়ে খিচুড়ি ফুটতে থাকে। অন্তত দেড়শো কড়াই নামে কালীপুজোর রাতে। ভোর পর্যন্ত চলে ভোগ বিতরণ।

  • 4/8

মায়ের ভোগে থাকে সাদা ভাত, খিচুড়ি, নানা রকম ভাজা, ঘ্যাঁটের তরকারি, আলু-ফুলকপির সবজি, ছোলার ডাল, পায়েস, সুজি, দই-মিষ্টি, এমনকি বোয়াল মাছের বিশেষ পদও। মাছভাজা ও চিঁড়ে ভাজাও উৎসর্গ করা হয় মাকে। যাঁরা মানত করে ফল পান, তাঁরাই মন্দির সংস্কারের দায়িত্ব নেন।

 

  • 5/8

মন্দিরের এক কোণে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। যার পেছনে রয়েছে এক আশ্চর্য গল্প। বহু বছর আগে নীরেন্দ্রনাথ সান্যাল নামে এক ব্যক্তি স্বপ্নে দেখেছিলেন এক বেদি, ত্রিশূল, জবাফুল আর বেলপাতা। সেই স্বপ্নের নির্দেশে তিনি এসে দেখেন ঠিক তেমন একটি স্থান পাহাড়ের গায়ে। এরপরই তিনি সেখানে মায়ের প্রতিষ্ঠা করেন। সময়টা ছিল প্রায় ১৯৫০ সালের দিক। তখন ওই পথে কেবল সেনাবাহিনীর গাড়ি চলাচল করত। সীমান্ত পাহারায় যাওয়ার আগে জওয়ানরা নিয়ম করে মাকে প্রণাম করতেন।

 

  • 6/8

পরে, ১৯৭২ সালে আধুনিক মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। কয়েক বছরের মধ্যেই তৈরি হয় পাকা মন্দির। তবে তার বহু আগেই, প্রাচীন কাল থেকে ওই জায়গায় পুজো হয়ে আসছে বলে স্থানীয়রা জানান। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেই পাহাড়ের কোলে আজও অবিচল দাঁড়িয়ে আছে মায়ের মন্দির।

 

  • 7/8

প্রতি বছরই তরাই, ডুয়ার্স, শিলিগুড়ি, জলপাইগুড়ি ছাড়াও সিকিম, বিহার, ভুটান, নেপাল থেকে ভক্তরা আসেন মায়ের দর্শনে। বিধি মেনে এবারও পুজোর আয়োজন করা হবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। 

 

  • 8/8

সেবকেশ্বরী মা যেন পাহাড়ের নিস্তব্ধতার ভেতর এক জীবন্ত সত্তা। যিনি বিশ্বাসের শক্তিতে আজও জেগে আছেন, পাহাড়া দিচ্ছেন সমগ্র অঞ্চলকে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement