Advertisement

Badrinath Chardham Yatra: বদ্রীনাথের দরজা খুলবে কবে? চারধাম যাত্রা শুরু নিয়ে সামনে এল বড় ঘোষণা

Badrinath Chardham Yatra: রবিবার, বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে, নরেন্দ্রনগরের রাজ দরবারে গণেশ পঞ্চাং ও চৌকির পূজার পর রাজ পুরোহিত আচার্য কৃষ্ণপ্রসাদ উনিয়াল মহারাজা মনুজ্যেন্দ্র শাহের জন্ম কুন্ডলী বিশ্লেষণ করেন। গ্রহ-নক্ষত্রের শুভ অবস্থান বিবেচনা করে তিনি বদ্রীনাথ ধামের দ্বার খোলার দিন ঘোষণা করেন।

বদ্রীনাথের দরজা খুলবে কবে? চারধাম যাত্রা শুরু নিয়ে সামনে এল বড় ঘোষণাবদ্রীনাথের দরজা খুলবে কবে? চারধাম যাত্রা শুরু নিয়ে সামনে এল বড় ঘোষণা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 02 Feb 2025,
  • अपडेटेड 8:07 PM IST

বসন্ত পঞ্চমীর শুভ লগ্নে নরেন্দ্রনগরেের টেহরি রাজ দরবারে গণেশ পুজোর পর বদ্রীনাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের তারিখ ঘোষণা করা হল। নরেন্দ্রনগরের রাজ দরবারে গণেশ পঞ্চাং ও চৌকির পূজার পর রাজ পুরোহিত আচার্য কৃষ্ণপ্রসাদ উনিয়াল মহারাজা মনুজ্যেন্দ্র শাহের জন্ম কুন্ডলী বিশ্লেষণ করে এই ঘোষণা করেন।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী শুভ মুহূর্তে, আগামী ৪ঠা মে সকাল ৬টায় বদ্রীনাথ মন্দিরের দ্বার সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এর আগে, ২২শে এপ্রিল বদ্রীবিশাল মহাভিষেকের জন্য ঐতিহ্যবাহী তিল তেল উৎসর্গ করা হবে। একই দিনে, রাজ দরবার থেকে শুরু হবে গাড়ু ঘড়া তেল কলস যাত্রা। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই চারধাম যাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে।

গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে তারিখ ঘোষণা
রবিবার, বসন্ত পঞ্চমীর শুভ তিথিতে, নরেন্দ্রনগরের রাজ দরবারে গণেশ পঞ্চাং ও চৌকির পূজার পর রাজ পুরোহিত আচার্য কৃষ্ণপ্রসাদ উনিয়াল মহারাজা মনুজ্যেন্দ্র শাহের জন্ম কুন্ডলী বিশ্লেষণ করেন। গ্রহ-নক্ষত্রের শুভ অবস্থান বিবেচনা করে তিনি বদ্রীনাথ ধামের দ্বার খোলার দিন ঘোষণা করেন।

রাজ দরবারে তিল তেল প্রস্তুতি ও গাড়ু ঘড়া যাত্রা
২২শে এপ্রিল বদ্রীবিশালের মহাভিষেকের জন্য রাজ দরবারে স্থানীয় বিবাহিত মহিলারা মহারানী মালা রাজ্যলক্ষ্মী শাহের নেতৃত্বে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তিল তেল প্রস্তুত করবেন। এরপর, দিম্মর পঞ্চায়েতের লোকজন ঐ পবিত্র তেল নিয়ে গাড়ু ঘড়া যাত্রার জন্য রওনা হবেন।

এই যাত্রা ঋষিকেশ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, দিম্মর গ্রাম ও পাণ্ডুকেেশ্বর হয়ে এগিয়ে যাবে এবং ৩রা মে বদ্রীনাথ ধামে পৌঁছাবে। ৪ মে, বদ্রীবিশালের মহাভিষেকের পর, ভক্তদের জন্য মন্দিরের দ্বার আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে।

 

Read more!
Advertisement
Advertisement