দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়েছে। প্রতিবারই মহালয়ার পর থেকেই পুজো উদ্বোধন শুরু করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ও শহরতলির পুজোর উদ্বোধনও করেন তিনি। তবে এবার তিনি মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করবেন কি না তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী স্পেন সফর সেরে ফেরার পর থেকেই তাঁকে বাঁ পায়ের চোট ফের ভোগাচ্ছে।
এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রিত চলাফেরা করতে হবে। হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রীর পায়ের সেই ব্যাথা সারেন। এই অবস্থায় তিনি এবার মণ্ডপে মণ্ডপে গিয়ে পুজো উদ্বোধন করতে পারবেন কি না তা এখনও জানা যায়নি।
তবে নবান্নের একটি সূত্রের দাবি, এবার কালীঘাটের বাড়ি থেকেই প্রথম পর্যায়ে দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়ালি করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, আগামী ১২ অক্টোবর মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে৷ সেই বৈঠক থেকেই ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করতে পারেন৷
বিশেষ করে শ্রীভূমি, চেতলা অগ্রণী, সুরুচি সংঘ-সহ আরও কয়েকটি পুজোর পুজোর করে থাকেনই মুখ্যমন্ত্রী। অনেক পুজোর থিম সংও লেখেন তিনি। তবে এবার সশরীরের উপস্থিত থেকে সেই সব পুজোর উদ্বোধন করতে পারবেন কি না সেটাই দেখার।
এদিকে তৃণমূলের আর একটডি সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী বিশ্রামে আছেন। তবে তিনি কিছু পুজোর উদ্বোধন অবশ্যই করবেন।