Advertisement

Broom Lucky for Dhanteras 2024: ধনতেরাসে ঝাড়ু কেনার হিড়িক পড়ে কেন? শুভ ফল পেতে এই ভুল এড়িয়ে চলুন

Dhanteras 2024: অনেকেরই অজানা ধনতেরাসের দিনে ঝাড়ু কেনাও খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে ধন ত্রয়োদশীতে ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তবে এদিন ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু ভুল করা এড়িয়ে চলা উচিত।

ধনতেরাসে ঝাড়ু কেনা রীতি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Oct 2024,
  • अपडेटेड 2:27 PM IST

কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। ধনতেরাসের দিনে লক্ষ্মী, ধন কুবের ও ধন্বন্তরী দেবীর পুজো করার রীতি রয়েছে। এদিন সোনা- রুপো, বাসনপত্র, গোমতী চক্রের মতো জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। অনেকেরই অজানা ধনতেরাসের দিনে ঝাড়ু কেনাও খুব শুভ বলে মনে করা হয়। কথিত আছে ধন ত্রয়োদশীতে ঝাড়ু কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। তবে এদিন ঝাড়ু কেনার সময় বিশেষ কিছু ভুল করা এড়িয়ে চলা উচিত।

কী ধরনের ঝাড়ু কিনবেন? 

ধনতেরাসের দিন ঝাড়ু কিনলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। তবে এদিন শুধুমাত্র ঝাড়ু কিনবেন না। ফুলের সঙ্গে ঝাড়ু কিনুন। রান্নাঘর বা বেডরুমে নতুন ঝাড়ু রাখবেন না। খাটের নিচে বা আলমারির কাছেও ঝাড়ু রাখতে নেই।

ঘন ঝাড়ু কিনুন- ঝাড়ু কেনার সময় খেয়াল রাখবেন যেন সেটি পাতলা না হয় বা শুকিয়ে না যায়। এর কাঠিগুলি ভাল অবস্থায় থাকা উচিত। এটি যত ঘন হবে তত ভাল। ভাঙা ঝাড়ু কেনা একেবারেই উচিত নয়। 

প্লাস্টিকের ঝাড়ু - ধনতেরাসের দিন প্লাস্টিকের ঝাড়ু কেনা থেকে বিরত থাকুন। এই শুভ দিন উপলক্ষে প্লাস্টিকের জিনিস কেনা এড়িয়ে চলুন। প্লাস্টিক একটি অপবিত্র ধাতু, যা ধনতেরাসে কেনা উচিত নয়। ধনতেরাসে অশুদ্ধ ধাতু কিনলে, তা ফলদায়ক বলে বিবেচিত হয় না।

ঝাড়ু আনার পর কী করবেন- ধনতেরাসেঁর দিন নতুন ঝাড়ু আনার পর সরাসরি ব্যবহার শুরু করবেন না। প্রথমে পুরনো ঝাড়ুর পুজো করুন। তারপর নতুন ঝাড়ুকে কুমকুম ও অক্ষত নিবেদন করুন। এরপরেই এটি ব্যবহার শুরু করুন।

ধনতেরাস পুজোয় সন্ধ্যায় উত্তর দিকে কুবের ও ধন্বন্তরীকে প্রতিষ্ঠা করুন। উভয়ের সামনে একমুখী ঘিয়ের প্রদীপ জ্বালান। কুবেরকে সাদা মিষ্টি এবং ধন্বন্তরীকে হলুদ মিষ্টি নিবেদন করুন। প্রথমে ওম হ্রীম কুবেরায় নমঃ জপ করুন। এরপর ধন্বন্তরী স্তোত্র পাঠ করুন এবং প্রসাদ খান। সুফল পেতে, দীপাবলির দিন কুবেরকে সম্পদের স্থানে রাখুন। পুজোর স্থানে ধন্বন্তরী প্রতিষ্ঠা করুন।

Advertisement

ধনতেরাস ২০২৪ কবে? (Dhanteras 2024 Date)

এবছর ধনতেরাস পড়েছে ২৯ অক্টোবর, মঙ্গলবার। 

ধনতেরাসের ত্রয়োদশী তিথি (Dhanteras 2024 Troyodoshi Tithi) 

২৯ অক্টোবর সকাল ১০/৫৬/৭ মিনিট থেকে ৩০ অক্টোবর বেলা ১২/৫৯/৪২ মিনিট অবধি থাকে ত্রয়োদশী তিথি।

ধনতেরাসে পুজো শুভ মুহুর্ত (Dhanteras 2024 Puja Timing) 

২৯ অক্টোবর সন্ধ্যা ০৬:৩১ থেকে রাত ০৮:১৩ পর্যন্ত, মোট ১ ঘণ্টা ৪১ মিনিট থাকবে ধনতেরাসে পুজো শুভ মুহুর্ত। 

ধনতেরাসে কেনাকাটার শুভ মুহুর্ত (Dhanteras 2024 Auspicious Time For Shopping) 

ধনতেরাসে কেনাকাটার শুভ সময় সন্ধ্যা ০৫:৫৭ থেকে ০৭:৩৩ মিনিট অবধি। 


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement