Advertisement

Durga Puja 2025: পুজোয় এই জিনিসগুলো বাড়িতে রাখতে পারলে অর্থের বর্ষা হবে

Durga Puja 2025: শারদীয়া দুর্গাপুজো (Durga Puja) শুরু হচ্ছে ১১ অক্টোবর (২৪ আশ্বিন), সোমবার থেকে। শেষ হবে ১৫ অক্টোবর (২৮ আশ্বিন), শুক্রবার। এই দিনগুলির বিশেষ গুরুত্ব রয়েছে হিন্দু শাস্ত্রে। এ সময় কেনাকাটা করা খুব শুভ বলে মনে করা হয়। জ্যোতিষী প্রীতিকা মজুমদার জানালেন, দুর্গাপুজোর সময় এমন কিছু জিনিস আছে, যা ঘরে আনলে কেবল দেবী দেবের বিশেষ আশীর্বাদই নয়, মহালক্ষ্মীর কৃপাও এনে দেয়। কখনও অর্থের অভাব হয় না সংসারে। দেখে নিন কী কী জিনিস আনবেন বাড়িতে।

পুজোয় এই জিনিসগুলো বাড়িতে রাখতে পারলে অর্থের বর্ষা হবেপুজোয় এই জিনিসগুলো বাড়িতে রাখতে পারলে অর্থের বর্ষা হবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Sep 2025,
  • अपडेटेड 2:28 AM IST

Durga Puja 2025: পুজোর ঢাকের আওয়াজে মেতে উঠছে বাঙালির মন। ১১ অক্টোবর (২৪ আশ্বিন) সোমবার থেকে শুরু শারদীয়া দুর্গাপুজো, চলবে ১৫ অক্টোবর (২৮ আশ্বিন), শুক্রবার পর্যন্ত। এই কয়েকটি দিন শুধু উৎসব নয়, হিন্দু শাস্ত্রমতে একান্ত শুভ সময়ও বটে। এই পুজোর দিনগুলোয় কিছু বিশেষ জিনিস ঘরে আনলে বাড়ে সৌভাগ্য, আর্থিক স্থিতি ও সুখ-শান্তি।

দুর্গাপুজোর সময় কী কী জিনিস ঘরে রাখলে মিলবে মা দুর্গা ও লক্ষ্মীর আশীর্বাদ? দেখে নিন তালিকা।

১. তুলসী গাছ
প্রতিটি হিন্দু ঘরেই যেন থাকে তুলসি গাছ। যদি এখনও না থাকে, তাহলে এই দুর্গাপুজোতেই একটি তুলসি গাছ এনে বাড়ির উঠোনে বা বারান্দায় রাখুন। প্রতিদিন সন্ধ্যেবেলা গাছের সামনে ঘি-র প্রদীপ জ্বালালে সংসারে ধন-সম্পদের ঘাটতি থাকে না। মা লক্ষ্মীর কৃপা পড়ে ঐ ঘরে।

আরও পড়ুন

২. কলা গাছ
দুর্গাপুজোর নবপত্রিকায় যে কলা গাছের স্থান আছে, তা বাড়িতেও রাখতে পারেন শুভ সময়ে। বিশেষ করে বাড়ির প্রবেশপথে দু’পাশে কলা গাছ রাখলে নেগেটিভ এনার্জি দূর হয়। বৃহস্পতিবার কলা গাছে দুধ-জল অর্পণ করলে পরিবারে অর্থের প্রবাহ বাড়ে।

৩. শিউলি ফুল
শিউলি ফুল শরতের ঘ্রাণ-ভরা দূত। পুজোর ক’টা দিনে এই ফুল বাড়িতে আনুন। লাল কাপড়ে মুড়ে রাখুন এমন কোনও স্থানে যেখানে টাকা রাখা থাকে। বিশ্বাস, এতে অর্থলাভের পথ সুগম হয় এবং ঘরে আসে শান্তি ও সমৃদ্ধি।

৪. বট পাতা
পুজোর কোনও একটি দিনে একটি বটপাতা গঙ্গাজলে ধুয়ে হলুদ ও ঘি দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন পূজাস্থানে। নিয়ম করে ধূপ-ধুনো দিন সেই পাতার সামনে। লাল কাপড়ে মুড়ে রেখে দিলে গোটা বছর ধরে মিলবে অর্থভাগ্য ও পারিবারিক স্থিতি।

৫. ধুতরো গাছের মূল
ভগবান শিব ও মা কালীর পুজোয় ব্যবহৃত ধুতরো অত্যন্ত পবিত্র এক গাছ। পুজোর ক’টা দিনে ধুতরোর মূল লাল কাপড়ে মুড়ে পূজার ঘরে রাখুন। মা কালীর মন্ত্র জপ করার সময় তার পূজা করলে কেটে যায় জীবনের বাধা-বিপত্তি।

Advertisement

৬. শঙ্খপুষ্পীর মূল
পুজোর সময় একটি শঙ্খপুষ্পীর মূল রূপার কোনও পাত্রে রেখে তা টাকার আলমারিতে রাখুন। এই উপায়ে অনেকেই আর্থিক অনটন কাটিয়ে উঠেছেন বলে বিশ্বাস। সংসারে ফেরে স্থায়িত্ব, আসে সম্পদ।

 

Read more!
Advertisement
Advertisement