কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো (Goddess Kali) বা শ্যামা পুজো (Shyama Puja)। দেশের বিভিন্ন কালী মন্দির, সতীপীঠ ছাড়াও বিভিন্ন ক্লাব ও বাড়িতেও আয়োজন করা হয় কালীপুজোর। শ্যামা মায়ের আরাধনায় যাতে কোনও ত্রুটি না থাকে, তাই তার চেষ্টা চলে জোরকদমে। কালী বা কালিকা হলেন হিন্দুধর্মের একজন পরম আরাধ্য দেবী। তিনি দেবী আদিপরাশক্তি বা পার্বতীর একটি রূপ। তাকে মৃত্যু, সময় ও পরিবর্তনের কর্তা বলে মনে করা হয়। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যার প্রথম দেবী।
ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ
কেরালা ব্যতীত সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে কালীকে ভগবান শিবের স্ত্রী পার্বতীর রূপ হিসাবে বিশ্বাস করা হয়। কেরালার লোকবিশ্বাস অনুসারে— ভগবান শিবের তৃতীয় নয়ন থেকে রাক্ষসদের ধ্বংস করার জন্য তিনি আবির্ভূতা হন, তাই কেরালায় তাঁকে ভৈরবোপপত্নী মহাকালী বলা হয়।
কালীই ব্রহ্মা,বিষ্ঞু ও মহেশ্বর
দেবী ভাগবতপুরাণ অনুযায়ী কালীই ব্রহ্মা,বিষ্ঞু ও মহেশ্বর। তিনিই আদি অন্ত। ঋগ্বেদে উল্লেখ করা আছে আদি পরাশক্তি তথা কালীই পরমব্রহ্ম। তিনি শক্তির চূড়ান্ত প্রকাশ এবং সমস্ত জীবের জননী। নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন। সময়ের সঙ্গে সঙ্গে, কালীকে ভক্তিমূলক আন্দোলন ও তান্ত্রিক সম্প্রদায়ের দ্বারা বিভিন্নভাবে দেবী মা, মহাবিশ্বের মা, আদিশক্তি বা পার্বতী হিসাবে পূজা করা হয়। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায়রাও তাঁকে চূড়ান্ত বাস্তবতা বা ব্রহ্ম হিসেবে পূজা করে। তাঁকে ঐশ্বরিক রক্ষক হিসেবেও দেখা হয় এবং যিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন।
দীপান্বিতা কালীপুজো
বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। শ্যামা মায়ের আরাধনা যে কোনও কেউ করতে পারেন, তবে বৈদিক মতে পুজো- অর্চনার বিশেষ কিছু নিয়ম আছে। জানুন মা কালীর পুজোর বিশেষ মন্ত্র, যা অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর হতে আপনাকে সাহায্য করবে।
* দেবী কালীর প্রার্থনা মন্ত্র
'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'
* দেবী কালীকে পঞ্চফল প্রদানের মন্ত্র
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম সমর্পয়ামি।'
* দেবী কালীকে পুষ্প প্রদানের মন্ত্র
'এষ গন্ধপুষ্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ'
* দেবী কালীকে কর্পূর প্রদানের মন্ত্র
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম সমর্পয়ামি।'
* দেবী কালীকে দুধ স্নানাদি প্রদানের মন্ত্র
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম সমর্পয়ামি।'
* দেবী কালীর প্রণাম মন্ত্র
'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণীধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।'
* দেবী কালীর ১০৮ বার জপ মন্ত্র
'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ '
কালীপুজো ২০২৫-এর নির্ঘণ্ট (Kali Puja 2025 Date Time)
* কালীপুজোর তারিখ - ২০ অক্টোবর (২ কার্তিক), সোমবার।
* অমাবস্যা তিথি - ২০ অক্টোবর, দুপুর ২/৫৫ থেকে ২১ অক্টোবর বিকেল সন্ধ্যা ৪/২৫ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।