Advertisement

Rakhi Purnima 2025: রাখি বাঁধার সময় এই ভুলেও করবেন না এই ৫ ভুল, সব পণ্ড হবে

Rakhi Purnima 2025: মূলত বোন -দিদিরা তাঁদের ভাইয়ের সুরক্ষার জন্যে হাতে রাখি বাঁধেন। তবে শুধু ভাই -বোনের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাঁদের হাতে রাখি বাঁধা যায়। এ বছর রাখি পূর্ণিমা কবে আসুন জেনে নিই। কবে রাখি বাঁধলে সুফল মিলবে? কীভাবে বাঁধবেন রয়েছে কিছু নিয়মও।

রাখি বাঁধার সময় এই ভুলেও করবেন না এই ৫ ভুল, সব পণ্ড হবেরাখি বাঁধার সময় এই ভুলেও করবেন না এই ৫ ভুল, সব পণ্ড হবে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Aug 2025,
  • अपडेटेड 6:21 PM IST

Rakhi Purnima 2025: আজকের দিনে বোনেরা ভাইয়ের হাতে বেঁধে তার দীর্ঘায়ু কামনা করে। বিনিময়ে, ভাইও তার বোনকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে সর্বদা রক্ষা করবে। কিন্তু আজকের দিনে বেশ কিছু ছোট ছোট ভুল আমরা করি। বলা হয় এগুলি করলে লাভের চেয়ে লোকসান হতে পারে।এগুলি আমরা না জেনে এড়িয়ে যাই। ভুল করি যা কখনই করা উচিত নয়। আসুন জেনে নিই কীভাবে রাখি বাঁধবেন।

রাখি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখুন

১. এমন রাখি বাঁধবেন না যাতে দেব-দেবীর ছবি থাকে।

আরও পড়ুন

২. ধর্মীয় বিশ্বাস অনুসারে, রাখি বাঁধার সময় ভাইয়ের মুখ পূর্ব দিকে এবং বোনের মুখ পশ্চিম দিকে হওয়া উচিত। বোনেরা তাঁদের ভাইকে চাল সিঁদুরের টিকা লাগান।

৩. আপনি আপনার ভাইয়ের কব্জিতে যে রাখি বাঁধছেন তাতে কোনও অশুভ চিহ্ন থাকা উচিত নয়। এমন রাখি কিনবেন না যাতে কোনো অশুভ চিহ্ন থাকে।

৪. ভাইকে কালো রঙের রাখি একেবারেই বাঁধবেন না। কালো রং অশুভ এবং নেতিবাচক বলে মনে করা হয়।

৫. রাখি বাঁধার আগে ভালো করে পরীক্ষা করে নিন যে আপনার রাখি কোনওভাবেই ভেঙে যাচ্ছে না তো! ভাঙা রাখি অশুভ বলে মনে করা হয়।

রাখি পূর্ণিমা উৎসব
এবছর রাখি পূর্ণিমা পড়েছে ৯ অগাস্ট, শনিবার। পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে? পূর্ণিমা তিথি লাগছে ৮ অগাস্ট, বেলা ১/৫৫/২৫-এ এবং থাকবে ৯ অগাস্ট বেলা ১/৩৯/৪৫ মিনিট পর্যন্ত। অমৃত কাল- দিবা ঘ ৯/৩১ গতে ১২/৫২ মধ্যে এবং রাত্রি ঘ ৮/১০ গতে ১০/২৮ মধ্যে ও ১১/৫৯ গতে ১/৩২ মধ্যে ও ২/১৭ গতে ও ৩/৪৮ মধ্যে।

 

Read more!
Advertisement
Advertisement