পুজোকে ঘিরে সাজো সাজো রব শহরে। একের পর এক অভিনব থিমে সেজে উঠেছে পুজো মণ্ডপগুলি। দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাবের পূজো মণ্ডপও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতো এবারও অভিনবত্বের ছোঁয়া নিয়ে এসেছে এই পুজো কমিটি। তাদের এবারের থিম 'যে যেখানে দাঁড়িয়ে'। মণ্ডপের সামনে ঘুরছে প্রতিকি ভাগ্যচক্র, চলছে মোরগ লড়াই। মায়ের প্রতিমা আগলে রয়েছে এক ঈগল। যা দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ।