প্রতিবছরের মতো এবারও প্রথা মেনে বেলুড় মঠে পালন করা হল কুমারী পুজো। দুর্গাপুজোর অন্যতম অঙ্গ হল কুমারী পুজো। বিভিন্ন জায়গায় করা হয় কুমারী পুজো। বেলুড় মঠেও পালন করা হয় কুমারী পুজো। দেবী দুর্গাকে মৃন্ময়ী রূপে আরাধনার করার পাশাপাশি কুমারীর মধ্যে মাতৃরূপ দর্শন করা হয়। দেখুন বেলুড় মঠের কুমারী পুজোর ভিডিও।