'মেলাবন্ধন' কথাটির মধ্যেই লুকিয়ে এক আবেগ। সাবেকিয়ানার খোলেশ ছেড়ে বেরিয়ে এসে এমনই এক থিমের পুজো দর্শকদের উপহার দিতে চলেছে কলকাতার তালতলা সর্বজনীন শারদীয়া পূজা কমিটি। এই থিম এর মাধ্যমে প্রধানত শিল্পীদের কঠোর সংগ্রামের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। বাংলার মাটির পুতুল, পটচিত্র, গম্ভিরা মুখোশ, ছৌ নাচ এবং হাতে বানানো গহনার মত শিল্প আজ বিপন্ন। এইসব শিল্প এবং শিল্পীদের পরিশ্রমকেই সাধারণ মানুষের সামনে তুলে ধরতে এই ভাবনা বলে জানালেন পুজো কমিটির উদ্যোক্তারা।