রাত পোহালেই দীপাবলি। তার আগেই উৎসবে মেতে উঠলেন জম্মু ও কাশ্মীরের জওয়ানরা। বুধবার সন্ধেবেলা আতসবাজি পোড়ান জওয়ানরা। কোনও কোনও জায়গায় জওয়ানদের গানের তালে কোমল দোলাতেও দেখা যায়।