মানুষ বড় বিচিত্র জীব! তার চেয়েও বলা ভাল, বৈচিত্রের ভারত। মাকালীকে তুষ্ট করতে ও আশীর্বাদ পেতে হিমাচলপ্রদেশের ধামিতে মানুষ একে অপরকে ইট-পাথর ছোড়ে। এবারও সেই ধর্মীয় রীতি মেনেই পালিত হল উত্সব। বপ্রচলিত বিশ্বাস হল, সবাইকে পাথর, ইট ছোড়ার ফলে মাথা ফেটে যায় বহু মানুষের। সেই রক্ত উত্সর্গ করা হয় মাকালীকে। তাহলে নাকি আশীর্বাদ মেলে। নরবলির বিকল্প ব্যবস্থা এটি।