Advertisement

ধর্ম

Chanakya tips for success: পুরুষদের মধ্যে কোকিলের এই গুণ থাকলেই আসে সাফল্য, চাণক্য নীতি জানুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Oct 2025,
  • Updated 1:10 PM IST
  • 1/9

আচার্য চাণক্যের মতে, সাফল্য পেতে হলে কোকিলের থেকে বেশ কিছু বিষয় শিখতে পারেন।
 

  • 2/9

চাণক্যের মতে, কোকিলের গলায় প্রচুর মাধুর্য্য থাকে। সেই কারণে সকলে তাকে পছন্দ করে।
 

  • 3/9

চাণক্য বলেছেন, কোনও ব্যক্তির বক্তব্যই তাঁর পরিচয়। তাঁর আচার-আচরণ প্রকাশ পায় তাঁর কথাবার্তার মাধ্যমেই।
 

  • 4/9

চাণক্যর মতে, কথাবার্তাই একমাত্র জিনিস যা এক মুহূর্তে কাউকে বন্ধু এবং কাউকে শত্রু করে তুলতে পারে।
 

  • 5/9

এই কারণে আচার্য চাণক্য বলেছেন, প্রত্যেকের উচিৎ, কোকিলের মতো মিষ্টি ভাষা বজায় রাখা।
 

  • 6/9

যার মধ্যে কোকিলের এই গুণ আছে তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।
 

  • 7/9

এই ধরনের ব্যক্তি কেবল তার কথার ভিত্তিতে জীবনে সাফল্য এবং অগ্রগতি অর্জন করতে পারে।
 

  • 8/9

কারও নামে ভাল কথা বলতে না পারলে চুপ থাকুন। কিন্তু কখনও কারও নামে নিন্দা করা একেবারেই উচিৎ নয়।
 

  • 9/9

যে ব্যক্তি মিষ্টি কথা বলে, সবার সঙ্গে তার বন্ধুত্ব থাকে। অন্যদিকে যে ব্যক্তি কটু কথা বলে, তাকে সকলে এড়িয়ে চলতে শুরু করে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement