হিন্দুদের অন্যতম বড় উৎসব দীপাবলি। ইতিমধ্যেই দীপবলির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই সময় একদিকে যেমন একে অপরকে শুভেচ্ছা জানান, তেমনই চলে উপহার বিনিময়। তবে বাস্তুশাস্ত্র বলছে কিছু জিনিস আছে যা কখনওই দীপাবলিতে কাউকে উপহার হিসেবে দেওয়া উচিত নয়। কারণ সেই উপহারগুলি দিলে লক্ষ্মী দেবী রুষ্ট হন বলেই মনে করা হয়।
রুপোর মুদ্রা
বাস্তুশাস্ত্রে এমন অনেক জিনিসের কথা বলা হয়েছে যেগুলি উপহার হিসেবে দিলে মা লক্ষ্মীকে রেগে যান। কিছু রুপোর মুদ্রা এমন রয়েছে যা, যেগুলির ওপরে দেবী লক্ষ্মীর ছবি খোদাই করা থাকে। শাস্ত্রে এই ধরনের রুপোর মুদ্রা কাউকে দিতে নিষেধ করা হয়েছে। আর কেউ এমনটা করলে তাঁর জীবনে ও আর্থিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে যিনি এই মুদ্রা নিচ্ছেন তাঁর জীবনেও আসে খারাপ প্রভাব।
জুতো
বাস্তু বিশেষজ্ঞদের মতে, দীপাবলিতে জুতা এবং চপ্পল উপহার দেওয়া উচিত নয়। যদি কেউ ভুল করেও এমন করেন ফেলে, তাহলে তার সুখ-সমৃদ্ধি চলে যায় এবং আর্থিক সমস্যা ঘিরে ধরে। এক্ষেত্রে সৌভাগ্য দূরে চলে যায় বলেই মনে করা হয়। বলা হয়েছে যে আপনি যদি এটি করেন তবে আপনি নিজের ভাগ্যও অন্যের হাতে তুলে দেবেন।
রুমাল-সুগন্ধি
দীপাবলিতে কাউকে রুমাল এবং সুগন্ধি বা পারফিউমও উপহার হিসেবে দেওয়া ঠিক নয়। এমনটা করলে শুক্র দুর্বল হয়ে পড়ে। তাই উপহারে পারফিউম দিলে একজন মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
কাঁচের জিনিস নয়
কাঁচ ভাঙা জ্যোতিষশাস্ত্রে একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। তাই দাপীবলিতে কাউকে কাঁচের দেওয়া থেকে বিরত থাকুন। কেননা সেটি ভেঙ্গে গেলে অশুভ লক্ষণ হিসেবে বিবেচিত হবে। শুধু তাই নয়, এটি গ্রহীতা এবং দাতা উভয়ের জন্যই সমস্যা সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন - শুক্রের গোচরে আজই মালামাল হতে পারেন ৩ রাশির জাতক