Advertisement

ধর্ম

Kedarnath Trip Canceled: প্রবল বৃষ্টিতে বন্ধ কেদারনাথ যাত্রা, জলমগ্ন মুম্বই-দিল্লি সড়ক, হিমাচলে সতর্কতা Photos

Aajtak Bangla
  • দেহরাদুন,
  • 25 Jun 2023,
  • Updated 8:50 AM IST
  • 1/10

Kedarnath Trip Canceled:গোটা দেশে ভারী বৃষ্টির প্রভাব পড়তে শুরু করেছে। উত্তরাখণ্ডেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে। রুদ্রপ্রয়াগ জেলায় তুমুল বর্ষণের কারণে শোনপ্রয়োগে কেদারনাথ যাত্রা পরবর্তী নির্দেশ পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে।

  • 2/10

রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন যতদিন বৃষ্টি বন্ধ না হচ্ছে ততদিন কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হচ্ছে। ফলে মন খারাপ তীর্থযাত্রীদের। তাঁদের জন্য আমরা কিছু কেদারাথ মন্দিরের ছবি শেয়ার করলাম। ঘরে বসেই কেদারনাথ দর্শন করার জন্য।

  • 3/10

দিল্লি, উত্তরপ্রদেশের সঙ্গে উত্তরাখণ্ডেও বর্ষা পৌঁছে গিয়েছে। আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী বৃষ্টির পরিস্থিতি আগামী কিছুদিন এরকমই থাকবে।

  • 4/10

এখানকার একাধিক শহরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় হরিদ্বারে ৭৮ মিলিমিটার, দেহরাদুনে ৩৩.২ মিলিমিটার, উত্তরকাশীতে ২৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

  • 5/10

পরিস্থিতি ভয়ঙ্কর হচ্ছে দেখে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট রুম ঘুরে দেখেন এবং পরিস্থিতি নিরীক্ষণ করেন।

  • 6/10

আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট রুম থেকে রাজ্যের বর্তমান বর্ষা পরিস্থিতি, বৃষ্টির পরিমাপ ও বিভিন্ন জলাশয় ও নদীগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন।

  • 7/10

সমস্ত অফিস অফিসারদের অ্যালার্ট মোডে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন যে, রাজ্যে আসন্ন দিনে অত্যধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • 8/10

এই পরিস্থিতিতে আধিকারিকদের সমস্ত জেলার সঙ্গে সম্পর্ক তৈরি করে রাখতে বলা হয়েছে। যাতে কোনওভাবে আপদকালীন পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়। এর জন্য তিনি অফিসারদের সমস্ত রকম বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন।

  • 9/10

উত্তরাখণ্ডের এই জেলায় আবহাওয়া দপ্তর উত্তরাখণ্ডের একাধিক জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে। দেহরাদুন, নৈনিতাল, চম্পাবত, পিথোরাগড়, বাগেশ্বর এবং তিহরি ও পৌরি জেলাতে বৃষ্টির সঙ্গে ঝড়ের ও সম্ভাবনার কথা জানিয়েছে।

 

  • 10/10

সে বিষয়ে অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যান্য জেলাতে বৃষ্টি নিয়ে ইয়েলো এলার্ট জারি করা হয়েছে। হরিদ্বারে বৃষ্টি বিষয়ে রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ার ছবিও সামনে এসেছে। এদিকে তুমুল বৃষ্টিতে মুম্বাই দিল্লি সড়কে জল জমে সমুদ্রের আকার নিয়েছে। হিমাচলপ্রদেশে জারি হয়েছে বন্যা সতর্কতা। আগামী কয়েক দিন টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement