আর দিন কয়েক বাদেই শুরু মায়ের বোধন। পাড়ায় পাড়ায় মণ্ডপে প্রস্তূতি তুঙ্গে। দুর্গাপুজোর এই দিনে বিশেষ কিছু নিয়ম মানতে হয় সকলকে। (সব ছবি ফাইল)
তবে কিছু মন্ত্র রয়েছে, সেগুলি পাঠ করলে তাঁর ভাগ্য বদলে যেতে পারে। শাস্ত্রমতে সঠিক সময়েই সেই মন্ত্র পাঠ করা উচিত। জেনে নিন সেই মন্ত্রগুলি সম্পর্কে।
"সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে, শরণ্যে ত্রম্বকে গৌরি নারায়নী নমস্তুতে"
''ইয়া দেবী সর্ভা ভূতেশু শান্তি রুপেনা সমস্থিতা, ইয়া দেবী সর্ভা ভূতেশু শক্তি রুপেনা সমস্থিতা
ইয়া দেবী সর্ভা ভূতেশু মাতৃ রুপেনা সমস্থিতা, ইয়া দেবী সর্ভা ভূতেশু ভক্তি রুপেনা সমস্থিতা, নমস্তসই নমস্তসই নমস্তসই নমহ নমহ।''
"সর্ব বাধা প্রশমনং, ত্রৈলোক্যস্যাখিলেশ্বরী। এবমেব ত্বয়া কার্যমন্মদ, বৈরী বিনাশনম।"
"শরণাগত দীনার্ত পরিত্রাণ-পরায়ণে, সর্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোহস্তুতে।"
"দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি, দেবী পরং সুখম, রুপং দেহি জয়ং দেহি, যশো দেহি দ্বিষো জহি।"
ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে
'ওঁ জটা জুট সমায়ুক্তমর্ধ্যেন্দু কৃত লক্ষণম'