Advertisement

ধর্ম

'প্রাকৃতিক পরিবেশই সম্পদ', শ্রীরামপুরে পুজোর থিমে সামাজিক-বার্তা

ভোলানাথ সাহা
  • শ্রীরামপুর,
  • 12 Oct 2021,
  • Updated 12:24 PM IST
  • 1/8

মহামারীর পর কোভিড বিধি মেনে হচ্ছে দুর্গাপুজো। একাধিক থিমেও উঠে আসছে করোনার পরবর্তী পরিস্থিতির ছোঁয়া। 
 

  • 2/8

মহামারী করোনা আবহে অক্সিজেনের অভাবে  পর্যাপ্ত পরিমাণে গাছ লাগিয়ে পূরণ করার ডাক দিচ্ছে হুগলি "শ্রীরামপুর আমরা আপনজন সার্বজনীন দুর্গোৎসবমণ্ডপ "।
 

  • 3/8

তাদের পুজোর থিম হল "পরিবেশ সচেতনতা"। পুজো প্যান্ডেল জুড়ে সবুজ আর সবুজ।
 

  • 4/8

প্রতিবছরের মতো এবছরও শ্রীরামপুরের আমরা আপনজনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় মানুষের কাছে প্রকৃতির অবদান কতটা বিষয় বস্তু নিয়ে তুলে ধরেছে।
 

  • 5/8

এই মহামারীর সময় যে পরিমাণ অক্সিজেন অভাবের সম্মুখীন আমদের সকলকে হতে হয়েছে তা সকলেই আমরা জানি।
 

  • 6/8

তাই পরিবেশের প্রতি আমদের যে কর্তব্য তা পালন করা আমদের হতে তাই বেশি পরিমাণ গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করার কথা বলেছে।
 

  • 7/8

করোনা পরবর্তী পরিস্থিতিতে প্রকৃতির অবদান তুলে ধরে শ্রীরামপুরে 'পরিবেশ সচেতনতা'-কেই করেছে থিম
 

  • 8/8

এই বিষয়ে নিয়েই শ্রীরামপুর আমরা আপনজন সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম,  এ এবছরের আকর্ষণ হল, "উৎসব হোক না হোক , মা তুমি এলেই উৎসব"।

Advertisement
Advertisement