মহামারীর পর কোভিড বিধি মেনে হচ্ছে দুর্গাপুজো। একাধিক থিমেও উঠে আসছে করোনার পরবর্তী পরিস্থিতির ছোঁয়া।
মহামারী করোনা আবহে অক্সিজেনের অভাবে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগিয়ে পূরণ করার ডাক দিচ্ছে হুগলি "শ্রীরামপুর আমরা আপনজন সার্বজনীন দুর্গোৎসবমণ্ডপ "।
তাদের পুজোর থিম হল "পরিবেশ সচেতনতা"। পুজো প্যান্ডেল জুড়ে সবুজ আর সবুজ।
প্রতিবছরের মতো এবছরও শ্রীরামপুরের আমরা আপনজনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় মানুষের কাছে প্রকৃতির অবদান কতটা বিষয় বস্তু নিয়ে তুলে ধরেছে।
এই মহামারীর সময় যে পরিমাণ অক্সিজেন অভাবের সম্মুখীন আমদের সকলকে হতে হয়েছে তা সকলেই আমরা জানি।
তাই পরিবেশের প্রতি আমদের যে কর্তব্য তা পালন করা আমদের হতে তাই বেশি পরিমাণ গাছ লাগিয়ে পরিবেশকে রক্ষা করার কথা বলেছে।
করোনা পরবর্তী পরিস্থিতিতে প্রকৃতির অবদান তুলে ধরে শ্রীরামপুরে 'পরিবেশ সচেতনতা'-কেই করেছে থিম
এই বিষয়ে নিয়েই শ্রীরামপুর আমরা আপনজন সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের থিম, এ এবছরের আকর্ষণ হল, "উৎসব হোক না হোক , মা তুমি এলেই উৎসব"।