Advertisement

ধর্ম

Holi And Dol Jatra 2022 : দুটোই রঙের উৎসব, তাহলে দোল-হোলির পার্থক্য কোথায়?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Mar 2022,
  • Updated 10:47 PM IST
  • 1/7

সামনেই রঙের উৎসব। অর্থাৎ দোল (Doljatra 2022) ও হোলি (Holi 2022)। আগামী ১৮ তারিখ শুক্রবার দোলযাত্রা। আর তার ঠিক পরেরদিন অর্থাৎ ১৯ তারিখ শনিবার হল হোলি।

  • 2/7

দুদিনই নানা রঙে রঙিন হয়ে ওঠার দিন। তবে প্রশ্ন হল, দুটোই যদি রঙের উৎসব হয়, তাহলে আলাদা আলাদা নাম কেন? কেনই বা পৃথক পৃথক দিনে পড়ে দোল ও হোলি? 

আরও পড়ুনফের ব্যাঙ্ক জালিয়াতি, PNB-র NPA অ্যাকাউন্টে ২০০০ কোটি টাকার গরমিল

  • 3/7

 পুরাণ মতে দোলযাত্রার দিনই নাকি রাধাকে প্রেম নিবেদন করেছিলেন শ্রীকৃষ্ণ। গুঁড়ো রঙে রাঙিয়ে দিয়েছিলেন শ্রীরাধিকাকে।

  • 4/7

আবার এই দিনটিই শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসেবে উদযাপিত হয়। তাই এই দিনে পশ্চিমবঙ্গের মায়াপুর, নবদ্বীপের মতো জায়গাগুলিতে বিশেষভাবে উৎসবের আনন্দে মেতে ওঠেন মানুষ। 

  • 5/7

অন্যদিকে হোলির সঙ্গে জড়িয়ে রয়েছে দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র তথা বিষ্ণুভক্ত প্রহ্লাদের কাহিনি। দৈত্যকুলে প্রহ্লাদ একাই ছিলেন বিষ্ণুভক্ত। তাই প্রহ্লাদকে হত্যার চেষ্টা করেন হিরণ্যকশিপু। আর সেই কাজে দৈত্যরাজকে সাহায্য করেন তাঁর বোন হোলিকা।

  • 6/7

দৈত্যরাজের বোন প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করেন। কিন্তু দেখা যায় বিষ্ণুর কৃপায় আগুনে কোনও ক্ষতিই হয় না প্রহ্লাদের। উল্টে সেই আগুনেই পুড়ে মারা যান হোলিকা।

  • 7/7

তারপর থেকেই হোলির আগে হোলিকা দহনের (Holika Dahan 2022) রীতি চলে আসছে। এটিকে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয় হিসেবে ধরা হয়। 

Advertisement
Advertisement