Advertisement

ধর্ম

Durga Puja 2021: পুজোয় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ বেলুড়ে, নেটেই করতে হবে দেবী দর্শন

বৈদ্য়নাথ ঝা
  • হাওড়া,
  • 15 Sep 2021,
  • Updated 11:44 PM IST
  • 1/8

গতবছর করোনা আবহে বেলুড় মঠের দুর্গাপুজোয় বছর দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল  মঠ কর্তৃপক্ষ। ১২০ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় সেবারই  প্রথম কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়।

  • 2/8

সেই নিয়ম এবার বলবৎ থাকছে। চলতি বছর  দুর্গাপুজোয় দর্শনার্থীদের জন্য বেলুড় মঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে। ফলে এ বছরেও বেলুড় মঠের দুর্গাপুজা সশরীরে দর্শন করা হবে না পূর্নার্থীদের। এবারে পরিস্থিতি আগের বারের তুলনায় ভালো থাকলেও নিয়মের কোনও বদল হল না।

  • 3/8

বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, আগামী ৯ অক্টোবর তথা চতুর্থীর দিন থেকেই বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ হয়ে যাবে। ১৬ অক্টোবর (একাদশী) পর্যন্ত মঠে কেউ প্রবেশ করতে পারবেন না। 

  • 4/8

তবে ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের দরজা বন্ধ থাকলেও রীতি মেনেই দুর্গাপুজো হবে।  পুজোর রীতিনীতি সব কিছুই ভার্চুয়ালি দেখতে পারবেন দর্শনার্থীরা। মঠের ওয়েব সাইট ও ইউ টিউবে দেখা যাবে পুজো।
 

  • 5/8

মহালয়া ও ছটপুজোতেও বেলুড় মঠে প্রবেশ নিষিদ্ধ থাকবে।  দুর্গাপুজোর পাশাপাশি কালীপুজোতেও এবার প্রবেশ বন্ধ থাকছে বেলুড় মঠে। 

  • 6/8

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। সাধারণত অষ্টমীর দিন কুমারী পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় করেন বেলুড় মঠে। সেই ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ।  ফলে কুমারী পুজো-সহ  সবই ভার্চুয়ালি দেখতে পারবেন দর্শনার্থীরা৷
 

  • 7/8

এদিকে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বেশ কিছুদিন বন্ধ থাকার পর ১৮ অগাস্ট খোলে বেলুড় মঠের দরজা। ১ সেপ্টেম্বর থেকে বেলুড় মঠে ভক্তদের দর্শনের সময়ও পরিবর্তিত হয়েছিল। এবার ২২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৫.১৫ পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ।   

  • 8/8

অন্যদিকে, পয়লা অক্টোবর থেকে সকাল ৮ টা থেকে ১১টা, বিকেল ৩.৩০ থেকে ৫ টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ। মঠ প্রাঙ্গণে প্রবেশের জন্য পূর্বঘোষিত বিধি-নিষেধ একই রকম বলবৎ থাকবে।   

Advertisement
Advertisement