Advertisement

ধর্ম

Feng Shui: ঘরে এই জিনিসটি রাখুন, ফেংশুই বলছে, রাতারাতি বদলায় ভাগ্য

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Sep 2021,
  • Updated 2:51 PM IST
  • 1/7

ফেং শ্যুই মতে উইন্ড চাইম (Wind Chime) অত্যন্ত শুভ। ঘর সাজানোর জন্য ব্যবহিত হলেও, বিশ্বাস করা হয় যে, উইন্ড চাইমের টুং-টাং মিষ্টি শব্দে, বাড়ির নেগেটিভিটি দূর হয়। 

  • 2/7

বর্তমানে বাজার চলতি রকমারি উইন্ড চাইম পাওয়া যায়। কাঠ, ফাইবার, বাঁশ, মাটি ক্রিস্টাল, এমনকি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম শুধু নিজের জন্যে না উপহার স্বরূপ বেছে নেন অনেকেই।

  • 3/7

উইন্ড চাইম বাড়িতে রাখলে সমৃদ্ধি ও সাফল্য আসে এবং গৃহে সৌভাগ্য বজায় থাকে। এক নজরে দেখে নিন, এটি বাড়িতে রাখা কতটা শুভ। 

  • 4/7

বাড়িতে উইন্ড চাইম রাখলে পজিটিভিটি থাকে সব সময়। তাই যে কোনও নেতিবাচক পরিবেশ কাটাতে এটি রাখতেই পারেন। 

  • 5/7

যেই উইন্ড চাইমে ৫ থেকে ৭ টি রড থাকলে এটিকে 'গুডলাক চাইম' বলা হয়। মনে করা হয়, এটি বাড়িতে রাখলে সৌভাগ্য নিশ্চিত। 

  • 6/7

ধাতু দিয়ে তৈরি উইন্ড চাইম বাড়ির পশ্চিম কিংবা উত্তর - পশ্চিম দিকে রাখা সবচেয়ে শুভ। 

  • 7/7

তবে কাঠ কিংবা বাঁশের উইন্ড চাইম দক্ষিণ ও দক্ষিণ -পূর্ব দিকে রাখলে সবচেয়ে শুভ ফল মেলে। 

Advertisement
Advertisement