Advertisement

ধর্ম

Rath Yatra 2022 : পুরী-মাহেশ-ইস্কনের রথ, উৎসবে মমতা, দেখুন PHOTOS

Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 01 Jul 2022,
  • Updated 11:08 AM IST
  • 1/14

রথযাত্রা যেন ফিরল নিজস্ব ছন্দে। গোটা দেশে মহাসমারোহে পালিত হল রথযাত্রা অনুষ্ঠান। কোভিড মহামারির কারণে গত ২ বছর রথের রশি টানতে পারেননি ভক্তরা। 

  • 2/14

তবে এবার সেই অভাব পূরণ হল অনেকখানিই। পুরীর রথযাত্রা বিখ্যাত। সেই পুরীর রথ এবার আয়োজিত হল নিয়ম-নীতি মেনেই। 
 

  • 3/14

রথে করে আজ মাসিবাড়ি গেলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বিভিন্ন রাজ্য থেকে সেখানে ভিড় জমান পুণ্যার্থীরা। 

  • 4/14

রথ উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

  • 5/14

এরাজ্যেও মহা সমারোহে আয়োজিত হয় রথয়াত্রা অনুষ্ঠান। কলকাতা, উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র রথের চেনা ছবি ধরা পড়ে। 

  • 6/14

উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রথযাত্রা হয়। আর তাতে অংশ নেন আট থেকে আশি সকলেই। 

  • 7/14

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও রথ উৎসব হয়। হুগলির মাহেশে রথযাত্রা ঘিরে সকাল থেকে  ছিল সাজো সাজো রব। সেখানেও রথের রশিতে টান দিতে আসেন ভক্তরা। 

  • 8/14

কলকাতায় ইসকনে রথযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথের রশিতে টান দেন তিনি। 

  • 9/14

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। 
 

  • 10/14

বর্ধমানের মেমারির আমোদপুর রাজ্যের অন্যতম বড় রথযাত্রা। সেখানেও ধুমধাম সহ রথযাত্রা পালিত হয়। 

  • 11/14

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা বিখ্যাত রথযাত্রাগুলির একটি। মেচেদা ইসকনের রথের রশিতে টান দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

  • 12/14

গুপ্তিপাড়াতেও ঐতিহ্য মেনে রথযাত্রা পালিত হয়। এই রথের উচ্চতা ৩৬ ফুট। 

  • 13/14

এছাড়াও এই রাজ্যের প্রায় সব জায়গাতে রথযাত্রা পালিত হয়। 

  • 14/14

কোথাও কোথাও বসেছে মেলাও। সাতদিন থেকে একমাস পর্যন্ত চলবে সেই সব মেলা। 

Advertisement
Advertisement