করোনার বিধিনিষেধ মেনে মায়াপুর ইসকনে হল রথযাত্রা। করোনার কারণে, এবার ইসকনে ভক্ত সমাগম নিষিদ্ধ। সেই কারণে অনেকটাই যেন ফ্যাকাসে ইসকনের রথযাত্রা অনুষ্ঠান।
আগে থেকেই ISCON সিদ্ধান্ত নিয়েছিল, এবছর একটি মাত্র রথে ৩ বিগ্রহকে চাপানো হবে। মাত্র ২০০ মিটার পরিক্রমা করবে রথ।
সেই মতোই একটি রথে তিন বিগহ নিয়ে মাত্র ২০০ মিটার দড়িতে টান দিলেন ভক্তরা। বাইরের দর্শনার্থীদের এবার রথযাত্রা অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি।
মন্দির কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, বিকেল চারটে পর্যন্ত মন্দির চত্বরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
ইসকনে রথযাত্রা শুরু হওয়ার পর থেকে দিন যত গড়িয়েছে ততই অনুষ্ঠাম জাঁকজকমপূর্ণ হয়েছে। তবে এবার ছবিটা আলাদা।
তিবার মন্দির চত্বরে মেলা বসে। ভিড় করেন ভক্তরা। সাতদিন ধরে চলে অনুষ্ঠান। তবে এবার সে সব দেখা যাচ্ছে না।
তবে ভক্ত না থাকলেও রীতি-প্রথায় কমতি রাখেনি কর্তৃপক্ষ। নির্দিষ্ট নিয়ম মেনেই রথযাত্রা সম্পন্ন হয়েছে।