Advertisement

ধর্ম

PHOTOS: এবারও ভক্তরা নেই! কেমন হল পুরীর রথযাত্রা? দেখুন

প্রেমা রাজারাম
  • পুরী,
  • 12 Jul 2021,
  • Updated 2:55 PM IST
  • 1/10

করোনাকালে এবারও পুরীর রথযাত্রায় (Puri Rath Yatra 2021) সামিল হতে পারলেন না ভক্তরা। প্রথা মেনে পুজার্চনা হলেও করোনা ভাউরাসের জেরে ভিড় এড়াতে এবারেও ভক্তদের জমায়েতের ওপরে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

  • 2/10

একইসঙ্গে পুরী ছাড়া রাজ্যের অন্য কোথাও রথ বের না করার নির্দেশও দিয়েছে প্রশাসন। পাশাপাশি পুরীর রথযাত্রার ক্ষেত্রেও রয়েছে কোভিড বিধি পালনের কড়াকড়ি। 

  • 3/10

মন্দির কর্তৃপক্ষ সহ আরও যাঁরা রথযাত্রায় অংশ নিয়েছেন তাঁদের মেনে চলতে হচ্ছে সমস্ত কোভিড প্রোটোকল। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের পাশাপাশি মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব বিধিও।

  • 4/10

প্রসঙ্গত চারধামের অন্যতম হল জগন্নাথদেবের স্থান পুরী। কেউ কেউ এই স্থানকে পুরুষোত্তম পুরীও বলে থাকেন। 

  • 5/10

বলা হয়, রাধাকৃষ্ণের যুগল মূর্তির প্রতীকই হলেন জগন্নাথদেব। অর্থাৎ রাধা ও কৃষ্ণকে মিলিয়েই তৈরি হয়েছে জগন্নাথদেবের স্বরূপ। তাছাড়া শ্রীকৃষ্ণও হলেন প্রভূ জগন্নাথেরই অংশ। 

  • 6/10

ওডিশার পুরীতে প্রভূ শ্রী জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের কাঠের অর্ধনির্মিত মূর্তি রয়েছে। মূর্তিগুলি তৈরি করিয়েছিলেন মহারাজা ইন্দ্রদুম্যূন। 

  • 7/10

ভক্তদের বিশ্বাস, একবার রথযাত্রা দর্শন করলে জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যায় এবং মানুষ বৈকুণ্ঠ ধামে পৌঁছে যান। 

  • 8/10

আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে সূচনা হয় রথযাত্রার। প্রথমে থাকে বলভদ্রের রথ। তারপর সুভদ্রার রথ এবং শেষে থাকে শ্রী জগন্নাথদেবের রথ। 

  • 9/10

প্রতিবছরই রথ দেখতে প্রচুর মানুষ ভিড় জমান পুরীতে। তবে গতবারের মতো এবারের ছবিটাও একেবারের ভিন্ন। করোনা পরিস্থিতিতে প্রশাসনিক নির্দেশে রথযাত্রার অংশ নিতে পারলেন না জগন্নাথদেবের আপামার ভক্তকূল।

  • 10/10

তবে প্রত্যেকেরই প্রার্থনা প্রভূর আশীর্বাদে যেন দূর হয়ে যায় করোনা ব্যাধী। যেন আগামীবার আবারও রথের দড়িতে টান দিয়ে প্রভূ শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ নিতে পারেন তাঁরা।  

Advertisement
Advertisement