দুর্গা পুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালী পুজো বা শ্যামা পুজো।
দেশের বিভিন্ন প্রান্তরে চলছে এই বছরের কালী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। শ্যামা মায়ের আরাধনায় যাতে কোনও ত্রুটি না থাকে, তাই তার চেষ্টা চলছে জোড়কদমে।
বিভিন্ন শক্তি পীঠ বা সতী পীঠ তো বটেই, সেই সঙ্গে অন্যান্য কালী মন্দির, ক্লাব, এমনকী বাড়িতেও শ্যামা পুজো করেন অনেকে নিষ্ঠা মনে।
বাংলায় কালীপুজোকে দীপান্বিতা পুজো বা দীপাবলিও বলা হয়ে থাকে। প্রদীপ, মোম সহ রকমারি আলোর রোশনাইতে শহরের অলিগলির অন্ধকার ঘুচে যায় দীপাবলিতে।
কালীপুজো ২০২১ -এর নির্ঘণ্ট
* কালীপুজোর তারিখ - আগামী ৪ নভেম্বর, বৃহস্পতিবার।
* অমাবস্যা তিথি - ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
দীপাবলিতে অনেক বাড়িতে লক্ষ্মীপুজোও হয়। আবার অনেকের নিয়ম আছে এদিন অলক্ষ্মী বিদায় করার।
* লক্ষ্মীপুজোর সময়- সন্ধ্যা ৬.০৯ থেকে ৮.২০ মিনিট পর্যন্ত, অর্থাৎ মোট ১ ঘণ্টা ৫৫ মিনিট থাকছে শুভ মুহূর্ত
জ্যোতিষীদের মতে, এই বছর সেই সময় চারটি গ্রহ থাকবে একই রাশিতে। ফলস্বরূপ কিছু মানুষের জন্য এই সময়কাল অত্যন্ত শুভ। তাঁদের উপর লক্ষ্মী -গণেশের আশীর্বাদ বিরাজ করবে এবং তাঁরা লাভবান হবেন।
* প্রদোষ কাল - ১৭:৩৪:০৯ থেকে ২০:১০:২৭
* বৃষভ কাল - ১৬:১০:২৯ থেকে ২০:০৬:২০
* নিশীত কাল- ২৩:৩৯ থেকে ০০:৩১ (৫ নভেম্বর)
* সিংহ লগ্ন - ০০:৩৯ থেকে ০২:৫৬ (৫ নভেম্বর)
দীপাবলিতে গ্রহগুলির বিশেষ অবস্থান দেখা যাবে। যার মধ্যে, এই বছর ৪ নভেম্বর, তুলা এবং মকরের একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে। এদিন তুলায় ৪ টি গ্রহ এবং মকর রাশিতে ২ টি গ্রহের অবস্থান থাকবে।
অন্যান্য গ্রহের অবস্থান
* বৃষ - রাহু
* তুলা - সূর্য, মঙ্গল, বুধ এবং চন্দ্র
* বৃশ্চিক - কেতু
* ধনু - শুক্র
* মকর - শনি, গুরু