দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দীপাবলির কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। প্রায় গোটা দেশে পালিত হয় এই দীপাবলি বা দিওয়ালি। কেনাকাটা, খাওয়া-দাওয়া, আড্ডা, পুজো, সব মিলিয়ে আনন্দ উৎসবে গা ভাসান আট থেকে আশি।
এই দীপাবলিতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা পাঠান। জানুন কী লিখতে পারেন আপনি।
এই কালী পুজোতে আপনার পরিবারে ভরে থাকুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীপাবলির শুভেচ্ছা সকলকে!
প্রার্থনা করি এই দীপাবলিতে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে!
এই আলোর উৎসব আপনার জীবনে নিয়ে আসুক আনন্দ, সমৃদ্ধি। শুভ দীপাবলি! আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা কালী সর্বদা আপনাদের উপরে থাকুক। দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।
সকল দুঃখ, কষ্ট, গ্লানি মুছে যাক এই আলোর উৎসবে!
অশুভ শক্তির বিনাশ হোক এই দীপাবলিতে! শুভ হোক সব...
আপনার পরিবার মায়ার বাঁধনে জড়িয়ে থাকুক। মা কালী সর্বদা আপনাদের উপরে থাকুক। দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা।
আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করবেন মা কালী।
সকলকে সুন্দর ও বর্ণময় দীপাবলির শুভেচ্ছা। শুভ হোক সব...
আপনার ধন-সম্পদ, সুখ-শান্তি অক্ষয় হোক। দীপাবলি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা!