Advertisement

ধর্ম

Chandra Grahan 2022 In India Date And Time : নভেম্বরে চন্দ্রগ্রহণ, জানুন দিনক্ষণ, ভারত থেকে দেখা যাবে?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Oct 2022,
  • Updated 3:33 PM IST
  • 1/10

দীপাবলির পরের দিন ছিল বছরের শেষ সূর্যগ্রহণ। এবার সামনের মাসে হতে চলেছে চন্দ্রগ্রহণ (Chandra Grahan 2022)। আগামী ৮ নভেম্বর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ।

  • 2/10

বিকেল সাড়ে ৫টার পর শুরু গ্রহণ (Lunar Eclipse 2022), চলবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিট পর্যন্ত (Chandra Grahan 2022 In India Date And Time)।

  • 3/10

৮ নভেম্বর পূর্ণ চন্দ্রগ্রহণ হবে বলেই জানা যাচ্ছে। প্রায় দেড় ঘণ্টার এই গ্রহণ ভারত থেকেও দৃশ্যমান হবে। 

  • 4/10

এছাড়াও উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়া, উত্তর প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগর থেকেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। 

  • 5/10

জ্যোতিষীদের মতে, ১৫ দিনের মধ্যে পরপর সূর্য ও চন্দ্রগ্রহণ পৃথিবীতে বিশেষ প্রভাব ফেলতে পারে (Chandra Grahan 2022 Effects)। 

  • 6/10

সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ। হতে পারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন। 

আরও পড়ুনজোর করে ভোরে ঘুম থেকে উঠছেন? শরীরের হতে পারে মারত্মক ক্ষতি

  • 7/10

দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ। শ্লথ হয়ে যেতে পারে উন্নয়নের গতি। ব্যবসায়ীদেরও উদ্বেগ বাড়তে পারে।
 

  • 8/10

তবে ধর্মীয় বিশ্বাস অনুসারে গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার কিছু কিছু উপায়ও রয়েছে (Chandra Grahan 2022 Pratikar)। গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ রাখা উচিত। 

  • 9/10

এছাড়ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়। গ্রহণের কিছুটা আগে খাবারের মধ্যে কুশ বা তুলসী পাতা দিয়ে রাখতে হবে এবং গ্রহণ শেষ হলে তা বাড়ির বাইরে ফেলে দিতে হবে। 

  • 10/10

এছাড়াও চন্দ্রগ্রহণের পর স্নান করে সারা বাড়িতে গঙ্গাজল ছিটিয়ে দিলে উপকার পাওয়া যায়।
 

Advertisement
Advertisement