Advertisement

ধর্ম

Maha Shivratri 2022: শিবের অভিষেকে কোন কোন জিনিস দরকারি ও ফলদায়ক?

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Feb 2022,
  • Updated 2:23 PM IST
  • 1/8

ভগবান শিবকে (Lord Shiva) প্রসন্ন করতে পাঁচটি জিনিস ব্যবহার করা হয়। মহাশিবরাত্রির (Maha Shivratri)দিন এই পাঁচ অর্ঘ্য দিয়ে দেবাদিদেব শিবের অভিষেক করলে ভগবান প্রসন্ন হন এবং জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। এগুলি হল পঞ্চামৃত। এই পঞ্চামৃতের মধ্যে রয়েছে দুধ, দই, ঘি, মধু ও চিনি। এরপর মহাদেবকে জল দিয়ে স্নান করানো হয়। কিন্তু আপনি কি জানেন এই পঞ্চামৃতের কী কী অর্থ রয়েছে?
 

  • 2/8

দুধ- দুধ দিয়ে অভিষেক করলে দীর্ঘ জীবন ও স্বাস্থ্য পাওয়া যায়। এতে বাড়ি ও অফিসে ঝগড়া কলহ থাকলে তা প্রশমিত হয়।
 

  • 3/8

দই- বিশ্বাস করা হয় যে দই দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে সন্তান সুখ প্রাপ্তি হয়।
 

  • 4/8

মধু- মধু দিয়ে অভিষেক করলে ঐশ্বর্য-সম্পদ বৃদ্ধি পায়। এর পাশাপাশি মধু দিয়ে অভিষেক করলে পুরনো রোগ ভোগ থাকলে তার থেকেও মুক্তি মেলে।
 

  • 5/8

ঘি- ঘি দিয়ে অভিষেক করলেও সম্পদ ও স্বাস্থ্য বৃদ্ধি পায়।
 

  • 6/8

চিনি- চিনি মিশ্রিত করে দুধ দিয়ে অভিষেক করলে বুদ্ধি লাভ হয়।
 

  • 7/8

জল- চিনি মিশ্রিত করে সেই জল দিয়ে অভিষেক করলে সন্তান লাভ সহজ হয়। এতে মনও শান্ত থাকে।
 

  • 8/8

সুগন্ধি বা আতর: আপনি যদি আপনার বিবাহিত জীবন নিয়ে সুখী না হন তবে ভগবান শিবকে সুগন্ধি বা আতর দিয়ে অভিষেক করান। এতে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর হয়ে উঠবে।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement