Advertisement

ধর্ম

PHOTOS: ২ বছর পর তারকেশ্বর মন্দিরে খুলল গর্ভগৃহ, শিবরাত্রির পুণ্যতিথিতে ভক্তদের ঢল

ভোলানাথ সাহা
  • তারকেশ্বর,
  • 01 Mar 2022,
  • Updated 11:53 AM IST
  • 1/10

শিবরাত্রির দিন থেকেই খুলে গেল তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। এবার থেকে প্রতিদিনই ভক্তদের জন্য খোলা থাকবে গর্ভগৃহের দরজা। 

  • 2/10

অতীতে মন্দির খুললেও করোনা আবহে গর্ভগৃহ ছিল বন্ধ। চোঙের মাধ্যমে শিবের মাথায় জল ঢালতেন ভক্তরা। কিন্তু মঙ্গলবার থেকে ভক্তরা সরাসরি পুজো করতে পারছেন। 

  • 3/10

শিবচতুর্দশী উপলক্ষে সাধারণের জন্য খুলে দেওয়া হলো মন্দিরের গর্ভগৃহ।   এই ব্যাপারে মন্দিরের পূজারী উৎপল চট্টোপাধ্যায় জানান, তিন বছরে এই প্রথম ভক্তরা বাবাকে সরাসরি স্পর্শ করতে পারবেন।

  • 4/10

  মহাশিবরাত্রি উপলক্ষে সকাল থেকেই তারকেশ্বরে বিখ্যাত শিব লিঙ্গের উপর জল ঢালা শুরু হয়েছে।  

  • 5/10

জল ঢালার পরে মন্দিরে নিত্য পূজা হয়।  তারকেশ্বর মন্দিরের প্রধান পূজারীর তত্ত্বাবধানে হয় এই পুজো। 
 

  • 6/10


বাবা ভোলেনাথের নিত্য পূজা হবার পর আবার পুনরায় জল ঢালা শুরু হয়।
 

  • 7/10

 বলা হয়,  শিবরাত্রি দিনে যে মহিলারা তারকেশ্বরে বাবার শিবলিঙ্গে জল অভিষেক করেন , তাঁদের মনের সব ইচ্ছা পূরণ হয়ে যায়। 

  • 8/10

সেই জন্য প্রত্যেক বছর  শিবচতুর্দশীতে লাখো লাখো ভক্তের সমাগম হয় তারকেশ্বরে।

  • 9/10

 মহামারি করোনা আবহে দুই বছর থেকে বন্ধ থাকা তারকেশ্বরের  বিখ্যাত বাবা ভোলেনাথের গর্ভগৃহ খুলে দেবার খুশিতে মাতোয়ারা সাধারণ ভক্তরা।

  • 10/10

 তারা জানাচ্ছেন বাবা শিবকে সাক্ষাৎ ও স্পর্শ করার অনুভূতি অলৌকিক এবং পরম আনন্দের।  সেই অনুভূতিকে কথায় বয়ান করা যায় না। 

Advertisement
Advertisement