Advertisement

ধর্ম

Shivratri 2022 : ভগবান শিবের গলার সাপ কীসের প্রতীক?

Aajtak Bangla
  • দিল্লি,
  • 28 Feb 2022,
  • Updated 7:50 PM IST
  • 1/6

আগামিকাল মঙ্গলবার পয়লা মার্চ মহাশিবরাত্রি (Shivratri 2022)। ভগবান শিবের (Lord Shiva) আরাধনায় মেতে উঠবেন তাঁর ভক্তরা। 

  • 2/6

ভোলানাথকে সন্তুষ্ট করতে চলবে পূজার্চ্চনা। দুধ, গঙ্গাজল, ঘি সহ নানাবিধ উপরকরণের মাধ্যমে পুজো করা হবে ভোলানাথের। 

  • 3/6

তবে এটা কখনও ভেবে দেখেছেন, ষাঁড়কেই মূলত শিবের বাহন  হিসেবে ধরা হলেও, তাঁর গলায় সাপ থাকে কেন? আর সেই সাপ কীসেরই বা প্রতীক?

  • 4/6

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ভগবান শিব হলেন আদি তথা প্রথম গুরু। তিনিই তন্ত্র সাধনা ও ঈশ্বরকে উপলব্ধি করার পথের সৃষ্টিকর্তা। ভগবান শিবই প্রথম বলেছিলেন যে, কোন পথে চললে ঈশ্বরের কাছে পৌঁছান যায়। 

  • 5/6

তন্ত্রশাস্ত্রের কুণ্ডলিনী শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাঁর কাছে রয়েছে। আর সেই কারণেই কুণ্ডলিনী শক্তির প্রতীক সাপকে তাঁর গলায় দেখা যায়।

  • 6/6

মনে করা হয়, ভোলেনাথ কুণ্ডলিনী শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাই তাঁর গলায় সাপ বিদ্যমান। 

আরও পড়ুনআগামী ৪৮ ঘণ্টায় এই জেলাগুলিতে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

Advertisement
Advertisement