Advertisement

ধর্ম

PHOTOS : মাহেশের জগন্নাথদেবের স্নানযাত্রা, কেভিড বিধি মেনেই অনুষ্ঠান

ভোলানাথ সাহা
  • মাহেশ,
  • 24 Jun 2021,
  • Updated 6:49 PM IST
  • 1/5

করোনাকালে (Corona) মূল মন্দিরেই (Mahesh Jagannath Temple) আয়োজিত হল ৬২৫ বছরের মাহেশের জগন্নাথদেবের ঐতিহাসিক স্নানযাত্রার অনুষ্ঠান। শতকের শতক ধরে ধারাবাহিকভাবে সাড়ম্বরে রীতি মেনেই আয়োজিত হয়ে চলেছে জগন্নাথদেবের স্নানযাত্রা। 

  • 2/5

কিন্তু কোভিডের (Covid 19) কারনে গত দু'বছর সেই আড়ম্বরে ছেদ পড়েছে। সেক্ষেত্রে কয়েকজন পুরোহিত ও সেবাইতের উপস্থিতিতে সম্পন্ন হয় গোটা স্নানযাত্রা অনুষ্ঠান।

  • 3/5

কেউ কেউ বলেন, মাহেশের এই ঐতিহাসিক রথযাত্রা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম উৎসব। পুরীর পাশাপাশি মাহেশও জগন্নাথদেবের স্থানযাত্রা ও রথযাত্রা উপলক্ষে শ্রী চৈতন্যদেব, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদাদেবী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগরের মতো মনীষীদের পদধূলিতে ধন্য হয়েছিল। স্থানীয় মানুজন তথা দূরদূরান্তের ভক্তদের কাছেও এই স্নানযাত্রা ও রথযাত্রার গুরুত্ব অপরিসীম। 

  • 4/5

এই প্রসঙ্গে জগন্নাথ মন্দির কমিটির সম্পাদক পিয়াল অধিকারী বলেন, প্রতিবছর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ মাহেশে উপস্থিত হয়ে প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা এবং রথযাত্রায় সামিল হন। প্রভুর আশীর্বাদ নেন। কিন্তু গত দু'বছর ধরে মহাপ্রভুর রথযাত্রা এবং স্নানযাত্রা, দুটোই করোনা মহামারীর জেরে মূল মন্দিরের অনুষ্ঠিত হচ্ছে। এইবছরও সরকারি নিয়ম মেনেই সমস্ত উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। 

  • 5/5

তবে আড়ম্বর কম থাকলেও ভক্তদের ভক্তিতে কিন্তু অভাব নেই। তাই আগামী বছর যাতে আবারও আগের মতো উৎসব আয়োজিত করা যায় সাই কারণে প্রভুর কাছে দ্রুত পৃথিবীকে সুস্থ করে তোলার প্রার্থনা জানাচ্ছেন তাঁরা।  
 

Advertisement
Advertisement