Advertisement

ধর্ম

Mauni Amavasya 2021: করোনা আবহেই প্রয়াগে মাঘ মেলায় পুণ্যলাভের আশায় ভিড়! দেখুন PHOTOS

Aajtak Bangla
  • 10 Feb 2021,
  • Updated 8:25 PM IST
  • 1/9

মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা (Mauni Amavasya 2021) বলা হয়। এই বিশেষ তিথিতে পবিত্র গঙ্গা বা অন্য নদীতে স্নান করাকে শুভ বলে মনে করা হয়। 

  • 2/9

ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীরা তাঁদের সম্পদ নিয়ে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সংগমস্থলে মিলিত হয়।

  • 3/9

মৌনী অমাবস্যার তৃতীয় দিন খুব শুভ। পূণ্যার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র স্নান করতে ছুটে যান। ভারতের প্রয়াগে এই সময়ে প্রায় এক মাসব্যাপী বিশেষ হিন্দু ধর্মীয় 'মাঘ মেলা' আয়োজিত হয়। এই বছরও করোনা আবহেই সেখানে ভিড় জমাচ্ছেন পূণ্যার্থীরা।

  • 4/9

শোনা যায়, ঋষি মনু এই দিন জন্মগ্রহণ করেছিলেন এবং তাঁর নাম থেকেই 'মৌনী' নামটা এসেছে। সে জন্যে এই অমাবস্যাকে 'মৌনী অমাবস্যা' বলা হয়।
 

  • 5/9

মৌনী অমাবস্যার উপোস চলাকালীন মৌনতা পালন করা খুব গুরুত্বপূর্ণ। পুঁথিতে লেখা রয়েছে, ঈশ্বরের নাম শুধু ঠোঁট দিয়ে উচ্চারণ করলেই পুণ্যলাভ হয়।এমনকি জোরে মন্ত্র উচ্চারণের থেকে মনে মনে নাম জপ করলেই বেশি পুণ্য লাভ হয়। 

  • 6/9

শাস্ত্র অনুযায়ী, সারাদিনে মৌন ব্রত পালন করতে হয়। তবে কোনও দানের আগে প্রায় দেড় ঘণ্টা যদি মৌনতা পালন করলে এবং উপোস ভাঙার সময়ে যদি সে মৌনতা পালন করে তাহলে ১৬ গুণ বেশি পুণ্যলাভ হয়।

  • 7/9

মাঘ মাসে পবিত্র গঙ্গা বা অন্য নদীতে স্নান করা মানেই শুভ। কিন্তু মনে করা হয়, মৌনী অমাবস্যায় এই স্নানের মাহাত্ম্য ও গুণ আরও অনেক বেশি। জ্যোতিষীদের মতে, মৌন ব্রত পালন করে, অমাবস্যায় যদি গঙ্গা স্নান করা যায় তাহলে মানব জীবনের বহু জন্মের পাপ ধুয়ে যায়। জেনে নিন, এই বিশেষ দিনে কিভাবে স্নান ও পুজো করবেন। 
 

  • 8/9

এদিন রাগ, ক্রোধ থেকে বিরত থাকুন। কাউকে খারাপ কথা বলবেন না। জ্যোতিষীদের মতে, এইদিন ঈশ্বরের জন্যে ধ্যান করা ভালো। কারণ একেবারে শান্ত মনে মন্ত্র জপ করা অনেক বেশি পুণ্যলাভ হয়।

  • 9/9

১০ ফেব্রুয়ারি রাত ১২.৪৩ মিনিট থেকে, ১১ ফেব্রুয়ারি রাত ১২.১২ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। এই দিন রটন্তী কালী পুজোর দিনও পড়েছে।

 

(ছবি সৌজন্য: AP)

Advertisement
Advertisement