Advertisement

ধর্ম

ISKCON Chandan Yatra Festival: বিনা সমারোহে পালিত হচ্ছে মায়াপুর ইস্কনের চন্দনযাত্রা উৎসব! দেখুন Exclusive Photos

সৌমিতা চৌধুরী
  • নদিয়া ,
  • 16 May 2021,
  • Updated 6:19 PM IST
  • 1/12

করোনা অতিমারীর প্রভাব সর্বক্ষেত্রেই পড়েছে। এই বছর ভাটা পড়েছে মায়াপুর ইস্কনের (Mayapur ISKCON) চন্দন যাত্রা উৎসবেও। প্রতিবারের ন্যায় না আছে এবার কৃষ্ণভক্তদের ভিড়, না সেই সমারোহ। 
 

  • 2/12

এমনকি কোনও কমিউনিটি ভক্তদের প্রবেশও নিষেধ মন্দির চত্বরে। শুধুমাত্র পূজারী, কীর্তনের দল এবং ম্যানেজমেন্ট টিমের কিছু সদস্য উপস্থিত রয়েছেন এবারের চন্দন যাত্রায় (Chandan Yatra)। 
 

  • 3/12

অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই চন্দনযাত্রা মহোৎসব শুরু হয়। টানা ২১ দিন চলে এই উৎসব। 

  • 4/12

উৎসব চলাকালীন মন্দিরের বিগ্রহ রাধামাধব,নৃসিংহদেব ও পঞ্চতত্ত্ব সকলকে প্রতেকদিন চন্দন মাখানো হয়। আবার রাতে বিগ্রহদের শয়ন পূর্বে সেই লেপন করা চন্দন মুছে ফেলা হয়।  
 

  • 5/12

পুজোর মঙ্গল আরতির সময়ে চন্দন ছাড়া দর্শন করানো হয়। আবার দর্শন আরতিতে ভগবানের বিগ্রহে শীতল চন্দন মাখানো হয়। এই ভাবেই টানা ২১ দিন ইস্কনের বিগ্রহদের বিভিন্ন বেশে সাজানো হয়।
 

  • 6/12

আরও একটি রীতি প্রচলিত আছে এর সঙ্গে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে ভগবানের নৌকাবিহার অর্থাৎ বোট ফেস্টিভ্যাল করানো হয়।

  • 7/12

ইস্কন মন্দির চত্বরে যে সমাধি জলাশয় আছে, সেখানে বিগ্রহগুলি পালকিতে করে কীর্তন সহযোগে নিয়ে যাওয়া হয়। 

  • 8/12

বৈশাখ মাসের প্রচণ্ড তাপদাহে যাতে ভগবান কষ্ট না পান, অর্থাৎ ভগবানের শরীর ঠাণ্ডা রাখার জন্যেই এই চন্দন লেপন করার রীতি। 

  • 9/12

সেখানে ভগবানের নৌকাবিহার করানো হয়, অর্থাৎ নৌকা চড়ানো হয় তাঁদের। এই বিশেষ অনুষ্ঠান চলে ৭ দিন ধরে। 


 

  • 10/12

প্রতি বছরই মহা ধুমধাম করে পালিত হয় এই চন্দনযাত্রা উৎসব। এই বছর সেই পবিত্র উৎসবে সামিল হতে না পেরে মন খারাপ ভক্তদের। 

  • 11/12

কিন্তু এই বছর অতিমারীর জন্য কোনও দর্শনার্থী, বহিরাগত ভক্ত, এমনকি মায়াপুরের কমিউনিটি ভক্তদেরও এই উৎসবে অংশগ্রহণের অনুমতি নেই। কেবলমাত্র পূজারী ও কীর্তনিয়ারা সামিল হবেন এই উৎসবে।

  • 12/12

সকলেরই প্রার্থনা করছেন যাতে খারাপ সময়টা খুব শীঘ্রই কেটে, ভোরের আলো ফোটে। (সমস্ত ছবি: ISKCON,সূত্রে) 

Advertisement
Advertisement