Advertisement

ধর্ম

Vastu Tips: বাড়িতে কী ভাবে মানি প্ল্যান্ট লাগালে ভাগ্য খোলে? রইল পদ্ধতি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jul 2021,
  • Updated 5:27 PM IST
  • 1/11

অনেকেই বাড়িতে গাছ লাগাতে পছন্দ করেন। যত দিন যাচ্ছে রকমারি ইনডোর গাছগুলি হয়ে উঠছে ঘর সাজানোর অঙ্গ। সেরকমই পরিচিত হচ্ছে মানি প্ল্যান্ট, যা বাড়ির বাস্তুর জন্যেও খুব গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক অবস্থা ভাল করতে ও পজিটিভিটি বাড়াতে এই গাছ অত্যন্ত কাজে লাগে বলে জানা যায় বাস্তু শাস্ত্র থেকে।

  • 2/11

মানি প্ল্যান্টের রয়েছে অনেক গুণাবলী। যেরকম এটি বাড়িতে রাখলে সমস্ত রকম ক্ষতিকারক রশ্মি শোষিত হয়। তাছাড়া খুব উচ্চ পর্যায়ের অক্সিজেন পাওয়া যায়, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে। এমনকি বাড়িতে থাকলে স্বাস্থ্যের উন্নতি হয় এবং তার সঙ্গে ধন সম্পদও বৃদ্ধি পায়। 
 

  • 3/11

বাড়িতে সঠিক জায়গায় মানি প্ল্যান্ট রাখলে 'ভাড়ে মা ভবানী' থেকে আপনার ঘরে আগমন হতে পারে গৃহলক্ষ্মীর। তবে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। 

  • 4/11

মানি প্ল্যান্ট বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে, দক্ষিণ পূর্ব দিকেই গনেশ বিরাজ করেন। মানি প্ল্যান্ট অর্থ ও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত। বাড়ির এই কোণে এটি রাখলে যে কোনও ব্যক্তির ভাগ্য খুলে যায়।

  • 5/11

কখনই বাড়ির উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা উচিত না। এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাস্তু মতে এই দিকটিতে দেবগুরু বৃহস্পতির অধিষ্ঠান। শুক্র এবং বৃহস্পতি একে অপরের বিরোধী। সুতরাং, এই দিকে মানি প্ল্যান্ট রাখলে ক্ষতি হতে পারে।

  • 6/11

পূর্ব বা পশ্চিম দিকেও মানি প্ল্যান্ট রাখা উচিত না। বাড়ির এই কোণে গাছটি রাখলে আপনার মানসিক চাপ বৃদ্ধির পাশাপাশি সম্পর্কে জটিলতা বাড়তে পারে। 

  • 7/11

 বাস্তুর মতে বলা হয়ে থাকে, মানি প্ল্যান্ট যদি মাটিতে স্পর্শ  করে, তবে এটি অশুভ লক্ষণ। এটি সুখ এবং সমৃদ্ধিতে বাধা আনতে পারে। তাই মানি প্ল্যান্টটি লতা হিসাবেই বাড়িয়ে রাখা ভাল।

  • 8/11

বাস্তু মতে, দক্ষিণ-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা শুভ। এটি অর্থনৈতিক অবস্থার উন্নতি করে। ঘরে সুখ ও শান্তি বজায় রাখতে দড়ি বা কোনও কঞ্চির সাহায্যে মানি প্ল্যান্টকে উপরের দিকে বেঁধে রাখুন। এর ফলে আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

  • 9/11

এই গাছের পাতা শুকিয়ে গেলে তা ফেলে দিন। এটা বিশ্বাস করা হয় যে, রবিবার এই গাছে জল দেওয়া ভাল। বাস্তু মতে মানি প্ল্যান্টে জল দেওয়ার সময় কিছুটা দুধ মিশিয়ে নিন। এতে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে।

  • 10/11

মানি প্ল্যান্ট কখনই বাড়ির বাইরে রাখা উচিত নয়। এটি সর্বদা বাড়ির ভিতরে রাখার নিয়ম। এছাড়াও, এটি জনসাধারণের দৃষ্টির আড়ালে রাখা ভাল। মনে করা হয় খারাপ লোকেদের কুনজরে এই গাছটি শুকিয়ে যায়। সুতরাং, এটি বাড়ির অভ্যন্তরে এবং বাইরের লোকের চোখর আড়ালে রাখুন।
 

  • 11/11

অবশ্যই মনে রাখা উচিত মানি প্ল্যান্ট ভুল স্থানে রাখলে হিতে বিপরীত হতে পারে। আর্থিক সমস্যা ছাড়াও পরিবারের সুখ- সমৃদ্ধি হ্রাস পায়। তাই বাস্তু নিয়ম অনুসারেই মানি প্ল্যান্ট লাগানো উচিত। এতে নিশ্চিত শুভ ফলাফল পাবেন।

Advertisement
Advertisement