Advertisement

উত্তরবঙ্গ

ইসকন : শিলিগুড়িতে জগন্নাথ দর্শনে বাধা নেই, তবে মানতে হবে কড়া বিধি

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 05 Jul 2021,
  • Updated 3:54 PM IST
  • 1/9

করোনা পরিস্থিতিতে গত বছর দেব দর্শন হয়নি। এবারও পরিস্থিতি খুব একটা উন্নতি হয়েছে তা নয়। এখনও নিষেধাজ্ঞা রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তার মধ্য়েই এসে গিয়েছে বছরকার উৎসব।

  • 2/9

তবে এবারে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার ভক্তদের রথযাত্রার আনন্দ থেক একেবারে বঞ্চিত করতে চাইছে না শিলিগুড়ি ইসকন মন্দির কর্তৃপক্ষ।

  • 3/9

ভার্চুয়াল রথযাত্রা দেখার সুযোগ তো থাকছেই, পাশাপাশি সীমিত পরিসরে বিকেল বেলায় কিছু পরিমাণ ভক্তকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন ইসকন মন্দির কর্তৃপক্ষ।

  • 4/9

শিলিগুড়ির ইসকন মন্দিরের রাধামাধব সুন্দর মন্দিরের মুখ্য জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, সকালে আমন্ত্রিত কিছু অতিথিদের নিয়ে পুজো অনুষ্ঠান সম্পন্ন হবে।

  • 5/9

তবে বিকেলে কোভিড বিধি মেনে ভক্তরা নির্দিষ্ট সংখ্যায় দর্শন করতে পারবেন। ৫০ জন করে মন্দির চত্বরে ঢুকে জগন্নাথ দর্শন করতে পারবেন তাঁরা।

  • 6/9

বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনের সুযোগ থাকবে। সেই সঙ্গে থাকবে বিশেষ পুজোর বন্দোবস্ত। কেউ ইচ্ছে করলে সে পুজোয় অংশ নিতে পারেন।

  • 7/9

অন্যদিকে এবারে রথ মন্দিরের বাইরে বের করে ঘোরানোর পরিকল্পনা বাতিল রাখতে হচ্ছে। সেই সঙ্গে মিলবে না রথের দড়ি স্পর্শ করার সুযোগও।

  • 8/9

মাসির বাড়ি এবার তৈরি করা হচ্ছে মন্দির চত্বরের এক কোণে। সেখানেই তিন ভাইবোন এবারে সাত দিনের জন্য অবস্থান করবেন। তারপর নিয়ম মেনে উল্টোরথে ফিরবেন নিজের সারা বছরের আস্তানায়।

তবে দূর থেকে দর্শন করা যাবে।

  • 9/9

ইসকন মন্দিরের শিলিগুড়ির রাধামাধব সুন্দর মন্দিরের জনসংযোগ আধিকারিক নামকৃষ্ণ দাস জানিয়েছেন, মন্দির সর্বসাধারণের জন্য খুলে দিতে না পারায় মন খারাপ হলেও মানুষের স্বার্থ আগে দেখতে হবে। তাই এই সিদ্ধান্ত।

Advertisement
Advertisement