Advertisement

ধর্ম

PHOTOS : ফেলে দেওয়া থার্মোকল দিয়ে লক্ষ্মীর উপকরণ, বিকল্প আয় রানাঘাটের বধূর

বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • রানাঘাট,
  • 19 Oct 2021,
  • Updated 8:40 PM IST
  • 1/7

বাতিল থার্মোকল-শোলা দিয়ে লক্ষ্মী ঠাকুরের উপকরণ তৈরি করে বিকল্প আয়ের সন্ধান রানাঘাটের (Ranaghat) এক গৃহবধূর। 

  • 2/7

ফেলে দেওয়া থার্মকল এবং শোলা দিয়ে লক্ষ্মী পুজোর (Kojagari Lakshmi Puja 2021) বিভিন্ন উপকরণ তৈরি করেছেন নদিয়ার (Nadia) রানাঘাটের গৃহবধূ টকি মালাকার। 

  • 3/7

নতুন টিভি ফ্রিজ কেনার সময় বাক্সর ভিতরে যে থার্মোকল বা শোলা থাকে সেগুলি অনেকেই ফেলে দেন। 

  • 4/7

জানা গিয়েছে, সেই সমস্ত ফেলে দেওয়া থার্মোকল ও শোলা সংগ্রহ এবং পরিষ্কার করার পর তা দিয়ে লক্ষ্মী ঠাকুরের পুজোর নানান উপকরণ তৈরি করেছেন তিনি। 

  • 5/7

ইতিমধ্যেই কদম ফুল, চাঁদ মালা, ঝাড়বাতি সহ আরও নানা উপকরণ তৈরি করে ফেলেছেন ওই গহবধূ। তাতে একদিকে যেমন পরিবেশের আবর্জনা কমছে, অন্যদিকে বিকল্প আয়েরও পথ খুলে গিয়েছে।

  • 6/7

তাছার টকি মালাকারের তৈরি উপকরণগুলির দামও কম। ফলে ক্রেতারাও সস্তায় কিনতে পারছেন সেইসব জিনিস। 

  • 7/7

এবারই প্রথম নয়, এর আগেও এই ধরনের সামগ্রী বানিয়েছেন তিনি। তবে গতবার কোভিডের কারণে উপকরণ তৈরি ও বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু এবছর লক্ষ্মী ঠাকুরের উপকরন তৈরি করে তাঁর বেশকিছুটা লাভ হয়েছে বলেই জানা যাচ্ছে। 

Advertisement
Advertisement