Advertisement

ধর্ম

Pitrupaksha 2025 Starts: পিতৃপক্ষ কাল থেকে শুরু, ঘাটে যেতে না পারলে ঘরে বসেই করুন পিতৃ শ্রাদ্ধ

Aajtak Bangla
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Sep 2025,
  • Updated 11:54 PM IST
  • 1/8

Pitrupaksha 2025 Starts: এ বছর পিতৃপক্ষ ৭ই সেপ্টেম্বর, রবিবার থেকে শুরু হয়ে ২১শে সেপ্টেম্বর, রবিবার সর্বপিতৃ অমাবস্যার দিনে শেষ হবে। পিতৃপক্ষের দিনে পিতৃদের তর্পণ, শ্রাদ্ধ এবং পিণ্ডদান করার বিধান বলা হয়েছে। দান দিন।

  • 2/8

পঞ্চাঙ্গ অনুযায়ী, পিতৃপক্ষ বা শ্রাদ্ধ পক্ষ ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথি থেকে শুরু হয়ে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিতে শেষ হয়। বিশ্বাস করা হয়, এই ১৬ দিনের জন্য পিতৃগণ পৃথিবীতে আসেন এবং তাঁদের আত্মীয়দের আশীর্বাদ দিয়ে যান।

  • 3/8

জ্যোতিষীদের মতে, পিতৃপক্ষে মানুষ তাঁদের পিতৃদের পিণ্ডদান বা শ্রাদ্ধকর্ম করার জন্য গয়া, বারাণসী, এলাহাবাদ, হরিদ্বার ইত্যাদি তীর্থস্থানে যান, যাতে পিতৃদের আত্মার শান্তি হয়।

  • 4/8

তবে অনেক সময় তীর্থস্থানে গিয়ে শ্রাদ্ধকর্ম করা সম্ভব হয় না, তাই মানুষ বাড়িতে ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধকর্ম বা পিণ্ডদানের প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকেন। চলুন জেনে নিই কীভাবে ঘরে বসেই পিতৃদের শ্রাদ্ধ ও তর্পণ করবেন।

  • 5/8

পিতৃপক্ষে ঘরে শ্রাদ্ধ করার নিয়ম:
ভোরে উঠে স্নান করুন এবং সাদা, পরিষ্কার পোশাক পরুন। বাড়ির কোনো শান্ত বা খোলা জায়গায় আসন বিছান। তার ওপর কাপড় বিছিয়ে পিতৃদের ছবি রাখুন এবং ছবির সামনে তামার লোটায় জল, কালো তিল এবং কুশা রাখুন।

  • 6/8

এরপর দক্ষিণ মুখ করে হাতে জল, তিল ও কুশা নিয়ে পিতৃদের স্মরণ করে তর্পণ করুন। পিতৃদের জল অর্পণ করতে করতে “ওঁ পিতৃদেবায় নমঃ” মন্ত্র জপ করুন।

  • 7/8

মনে রাখবেন, পিতৃ তর্পণ কুতুপ বেলা অর্থাৎ দুপুরে করবেন, কারণ এই সময়ে তর্পণের বিশেষ গুরুত্ব রয়েছে। কুতুপ বেলা দুপুর ১২টা ২৪ মিনিট পর্যন্ত থাকে।

 

  • 8/8

তারপর পিতৃদের জন্য সাত্ত্বিক ভোজন যেমন খিচুড়ি, ক্ষীর, ভাত, মুগ ইত্যাদি অর্পণ করুন এবং সম্ভব হলে কলাপাতায় পরিবেশন করুন। শেষে বাড়িতে ডাকা ব্রাহ্মণ বা কোনো গরিবকে ভোজন করান বা দান দিন।

Advertisement
Advertisement